শনিবার ● ২৮ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভুয়া প্রশ্নের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী আটক
ভুয়া প্রশ্নের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী আটক
ময়মনসিংহ অফিস :: (১৫ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪২মি.) ময়মনসিংহের গফরগাঁও থেকে ভুয়া প্রশ্নের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের সদস্য মো. দীপক মিয়া (১৮) কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আটককৃত মো. দীপক মিয়া গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর এলাকার ফুল মিয়ার ছেলে।
আজ ২৮ এপ্রিল শনিবার দুপুরে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে এতে বলা হয়, প্রতারক মো. দীপক মিয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আত্মসাত করে আসছিল এবং সে প্রতারক চক্রের সদস্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেব এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৭ এপ্রিল) গভীর রাতে গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক দীপক মিয়াকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুয়া প্রশ্নপত্রের প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
এ ব্যাপারে আটক দীপকের বিরুদ্ধে পাগলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন