বুধবার ● ২ মে ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আরিফ
শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আরিফ
সিলেট প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকরা তাদের ন্যায্য পাওয়া পায় না। তাদের মজুরী বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হবে। যুগ যুগ ধরে ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও শ্রমিকদের কর্মদিবস ৮ ঘন্টা করতে হবে এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করতে হবে।
তিনি বলেন, শ্রমিকদের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স বরাদ্ধ দেয়া হবে। তাদের প্রয়োজনে এটি ব্যবহার করা যাবে।
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ের একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিন হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী,
১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সরমান আলী, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া।
বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সোহান আহমদ সামাদ, মো. মানিক খান ও মো. বাদল বেপারী প্রমুখ।





আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান
নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুরের
পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি
রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে