শুক্রবার ● ৪ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকার ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে ত্রিশালে দুর্বৃত্তরা
ভালুকার ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে ত্রিশালে দুর্বৃত্তরা
ময়মনসিংহ অফিস :: (২১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৬মি.) ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা কাওসার (৪৫) নামে এক মধ্যবয়সী ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে ত্রিশাল এলাকায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৮ নং ওয়ার্ডে নিয়ে ভর্তি করে।
গতকাল ৩ মে বৃহস্পতিবার সন্ধ্যার পর ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কইতর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কাওসার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মেনজেনা গ্রামের আব্দুল মজিদের ছেলে ।
কাওসারের সহোদর ভাই ফরিদ উদ্দিন এবিষয়ে জানান, ‘কাওসার উপজেলার উথুরা ইউনিয়নের মেঞ্জেনা বাজারে স্যানিটারির ব্যবসা করতেন। সেই সুবাদে ত্রিশালের কইতর বাড়ি এলাকার সোহাগ নামে এক ব্যাক্তির কাছে ১ লাখ টাকা পেতেন। ওই পাওনা টাকা আনতে গেলে সোহাগের সাথে থাকা ৪ থেকে ৫ জন অজ্ঞাত লোক কাওসারকে ধরে তার পুরুষাঙ্গ কেটে দেয়।’
এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে কাওসারের স্বজনরা হাসপাতালে আসেন বলেও জানিয়েছেন আরও ফরিদ।
এদিকে ত্রিশালের স্থানীয় সূত্রে জানা যায়,কাওসার ওই এলাকার এক নারীর কাছে গিয়ে ছিলেন। পরে ওই নারীর ঘর থেকে বের হবার পর দুর্বৃত্তরা খোঁজ পেয়ে এ কাজ করেছে।
ত্রিশাল উপজেলার কইতরী গ্রামে আসমানী নামের এক নারী সঙ্গে পরকীয়া করতে গিয়ে কাওসার ওই নারীর ছেলে সোহাগের হাতেই পুরুষাঙ্গ হারান বলে সূত্র আরো জানায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হেদায়েত এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।





রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত