শুক্রবার ● ১১ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত-১
সিলেটে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত-১
সিলেট প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৪মি.) আজ শুক্রবার (১১ মে) সিলেটের কানাইঘাট উপজেলায় গোসাইনপুর জামে মসজিদে রমজান মাসের জন্য তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. আলী (৬০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, গোসাইনপুর গ্রামের জামে মসজিদে বাদ জুমআ পবিত্র রমজান মাসকে সামনে রেখে হাফিজ নিয়োগ নিয়ে কথাকাটির একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে মোহাম্মদ আলী (৬০) গুরুতর আহত হলে স্বজনরা ও স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আলী কানাইঘাট পৌরসভার গোসাইনপুর গ্রামের মৃত জোয়াদ আলীর পুত্র। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো মামলা দায়ের না করা হলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।





সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন