শনিবার ● ১২ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সদ্য যোগদানকারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া।
আজ ১২ মে শনিবার বিকেলে উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানের পরিচালনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাফুজা আফরিন মনি, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার ও কোষাধক্ষ্য ওমর আলী মোল্লা।
এ সময় থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান, সাকিব হাসান, সাংবাদিক বিল্লাল হোসেন, মুহাম্মদ আল-আমিন, মো. মিজানুর রহমান, জোনাহিদ হাসান সাগর, মেহেদী হাসান, মোহাম্মদ এমরান হোসেন, যীনাত রহমান, সোহেল আহমেদ খান, কাজী শহীদ, ইমতিয়াজ আহমেদ, এইচএম ইব্রাহীমসহ উপজেলা প্রেস ক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সাংবাদিকরা সদ্য যোগদানকারী থানার অফিসার ইনচার্জকে ফুল দিয়ে বরণ করেন নেন। এ সময় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় ওসি মোঃ আবুবকর মিয়া স্থানীয় সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ