রবিবার ● ১৩ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বসত ঘরে বিশাল অজগর লম্বা ২০ হাত
রাউজানে বসত ঘরে বিশাল অজগর লম্বা ২০ হাত
রাউজান প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৮.৫৫মি.) চট্টগ্রামের রাউজানে স্থানীয় পাহাড়ী বন ছেড়ে বসত ঘরে আশ্রয় নিয়েছে বিশাল এক অজগর। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যা হাজী অামির হোসনের বিশেষ সহায়তায় বিশাল অাকারে এই অজগর টি জনতার আদালত থেকে মুক্ত হয়ে ফিরে গেল নিজ বাসস্থান পাহাড়ী বনে।
স্থানীয়রা জানায়, ঊনসত্তর পাড়া, শাহাদুল্লাহ কাজীর বাড়ীর অবছার এর ঘরে গতকাল (১২-মে) শনিবার রাত ৮টার সময় অজগরটি অবছারে স্ত্রী দেখে স্থানীয় দের খবর দিলে জনতার হাতে আটক হয় অজগরটি।
অবছার জানায়, প্রায় ২০ হাত লম্বা অজগরটি তার বসত ঘরের ভিতর আশ্রয় নেয়। কখন যে অজগরটি ঘরে ডুকেছে সেই বিষয়ে নিশ্চিত নয় পরিবার। বাড়ির রান্নাঘরে অাড়ালে অবস্থান করছিল অজগর, রান্নাঘর গিয়ে দেখেন বিশাল এক অজগর। এরপর স্থানীয় লোকজন এসে অজগরটিকে আটক করে উঠানে রাখলে উৎসুক এলাকাবাসী অজগরটিকে দেখতে আসে।
পরে অজগরটি উদ্ধার করে পাহাড়ে ছেড়ে দেয় মেম্বার হাজী অামির হোসেন।





রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী