সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাককানইবি’র বাস ভাংচুর ও শিক্ষার্থীদের মারধধের ঘটনায় ফের ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ
জাককানইবি’র বাস ভাংচুর ও শিক্ষার্থীদের মারধধের ঘটনায় ফের ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ
ময়মনসিংহ অফিস :: (৩১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫১মি.) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলতলী পয়েন্ট ও বিশ্ববিদ্যালয়ের সড়কের মাথায় অবস্থান নিয়ে ফের ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে।
আজ ১৪ মে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মহাসড়কের বেলতলী পয়েন্ট ও ত্রিশাল উপজেলা সদরের জাককানবি’র সড়কের মাথায় শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে শত শত যানবাহন আটকে যাওয়ায় যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদেরও চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।
এর আগে,রবিবার (১৪ মে) বিকালে চুরখাই বেলতলী এলাকায় এক ট্রাক ড্রাইভারের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীরা ওই ট্রাকটি ভাঙচুর করে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকরা শিক্ষার্থী বহনকারী বাস ভাঙচুর করে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মারধর করে। এই ঘটনার প্রতিবাদে রবিবার দুই দফায় সড়ক অবরোধসহ করেছে উত্তেজিত শিক্ষার্থীরা। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের আলোচনার পর শিক্ষার্থীরা সন্ধ্যার পর অবরোধ তুলে নেন। কিন্তু প্রায় অর্ধশত যানবাহন ভাংচুরের ঘটনায় শ্রমিকরা সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করলেও সোমবার একই দাবিতে শিক্ষার্থীরা ফের সড়ক অবরোধ করে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন