বৃহস্পতিবার ● ৭ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বিশেষ অভিযানে গ্রেফতার-১৫
রাউজানে বিশেষ অভিযানে গ্রেফতার-১৫
রাউজান প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৭.৩৩মি.) চট্টগ্রামের রাউজান থানা পুলিশের ‘ব্লক রেইড’ নামে এক বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার ও ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (৬ জুন) রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত আট ঘন্টার এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অফিসার ফোর্সের ৬০ পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এ অভিযানের নেতৃত্ব দেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ।
আটককৃতরা হলেন : আজিম ড্রইভারের পুত্র মো. আরিফ (১৮), মৃত কবির আহমেদের পুত্র আবুল কাশেম (৬০), মৃত সাহেদ মিয়ার পুত্র মহিউদ্দিন (২৮), মৃত শফির পুত্র শামীম (২৫), নানু শেখের স্ত্রী খতিজা বেগম (৩৫), মনজু মিয়ার পুত্র ইসহাক (২৮), মুন্না (২৫), কালু মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২৬), মৃত হামদু মিয়ার পুত্র মোক্তার হোসেন (২৩), শাহ আলমের পুত্র আলমগীর হোসেন (২৫), এরশাদ (২৬), নিপু (২৭), ধর্মচরণ মহাজনের পুত্র সুজল মহাজন (৬৫), মৃত সাদেক আলীর পুত্র শাহজাহান (৩২), শেখ আব্দুল শুক্কুরের পুত্র গোলামুর রহমান (৩০)।
এ প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী বলেন, ‘ব্লক রেইড’ নামে বিশেষ অভিযানে বিভিন্নস্থান থেকে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামিসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২৩০ লিটার মদ ও ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ১৫ জনকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী