শুক্রবার ● ৮ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহীতে ৫টি বিউটিপার্লারকে জরিমানা
রাজশাহীতে ৫টি বিউটিপার্লারকে জরিমানা
রাজশাহী প্রতিনিধি :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.০৮মি.) মেয়দা উত্তীর্ণ কসমেটিকস সামগ্রী বিক্রির দায়ে রাজশাহী নগরীর পাঁচটি বিউটিপার্লারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার সকাল থেকে অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় এ অভিযান চালায়।
বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, তারা এ দিন মোট আটটি বিউটিপার্লারে অভিযান চালান। তবে পাঁচটি পার্লারে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস পাওয়া যায়। এছাড়া আরও একটি কসমেটিকস বিক্রয় প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া যায়। তাই এই ছয় প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে নগরীর হেতেম খাঁ রোডের ‘গ্লো টাচ বিউটি’ সেলুন ও মালোপাড়ার ‘কিউট হারবাল’ বিউটি পার্লারকে দুই হাজার টাকা করে এবং নিউমার্কেটের ‘উইমেন্স গ্লামার ওয়ার্ল্ড’, ‘সোহেলি বিউটি’, ‘ফেয়ার লেডি’ বিউটি পার্লারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া রানীবাজার এলাকার ‘ফ্রেন্ডস ইম্পোরিয়াম’ নামে কসমেটিকস বিক্রয় প্রতিষ্ঠানকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব প্রতিষ্ঠানগুলোতে পাওয়া পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয় প্রতিষ্ঠানগুলোর মালিককে। তারা জরিমানার অর্থ পরিশোধ করেছেন। রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে সেই অর্থ।
অধিদপ্তরের কর্মকর্তা হাসান-আল-মারুফ জানান, অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লিফলেট বিতরণ করা হয়। আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয় তাদের। রাজশাহী মহানগর পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহায়তা করে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে