শিরোনাম:
●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয় ●   ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ●   মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত ●   কাউখালীতে দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা ●   ঝালকাঠিতে ইসকনের নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ●   নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন ●   ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই ●   ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত ●   কাপ্তাইয়ে বরইছড়ি সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান পালন ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধের পর বিদ্যুৎ উৎপাদনে ফিরল ●   শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন ●   কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার কঠিন চীবর দান পালন ●   চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার ●   বেতবুনিয়ায় পাহাড় কাটতে গিয়ে ১ শ্রমিকের মৃত্যু ●   খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ●   ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত ●   গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ●   দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই ●   কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন ●   আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ●   কাউখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ●   চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় ●   নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি ●   রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫ ●   রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত ●   আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ০৯ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ ওয়ার্ড কমিটি গঠন ●   রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার : সম্প্রীতির কোনো বিকল্প নেই ●   পার্বতীপুরে পশু হাসপাতালে রোগ প্রতিরোধের ভ্যাকসিন নেই
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বাড়ছে ক্রেতাদের ভীড়, জমে উঠেছে ঈদ বাজার
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বাড়ছে ক্রেতাদের ভীড়, জমে উঠেছে ঈদ বাজার
সোমবার ● ১১ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে বাড়ছে ক্রেতাদের ভীড়, জমে উঠেছে ঈদ বাজার

---হাফিজুল ইসলাম লস্কর :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সন্ধ্যা ৬.৩৭মি.) শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেটের ঈদ বাজার। শপিংয়ে সিলেট শহরের শপিং মলগুলোতে এখন দিন-রাত একাকার। জেলার প্রত্যন্ত অঞ্চল ছাড়াও আশপাশের জেলার মানুষও ছুটে আসছে সিলেটের শপিং মলগুলোতে। বিকেল থেকে গভীর রাত, সিলেটের রাজপথে পা ফেলার জায়গা নেই। রাত ১টা ২টার দিকেও যানজট সামাল দিতে রীতিমতো গলদঘর্ম সিলেটের ট্রাফিক পুলিশ।

রমজানের শুরু থেকে শপিং মলগুলোর মালিকদের মধ্যে ছিল চরম হতাশা। ক্রেতা ছিল না বললেই চলে। কিন্তু ১৫ রামাদ্বানের থেকে পাল্টাতে থাকে দৃশ্যপট, থেকে ধীরে ধীরে বাড়তে শুরু হয় ক্রেতার সংখ্যা। এতে দোকানদারদের মধ্যে হতাশার চাপ কিছুটা কমলেও বিক্রি নিয়ে হতাশা রয়েই গেছে।

জানা গেছে, শহরের শপিং মলগুলোর মধ্যে জিন্দাবাজারের গ্যাল্যলিয়া মার্কেট, আল-হামলা, ওয়েষ্ট ওয়াল্ড, লতিফ সেন্টার, শুকরিয়া মার্কেটেও যথারীতি কেনা-বেঁচা চলছে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত। তাছাড়া পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, লামাবাজার, মির্জাজাঙ্গাল, নয়াসড়ক, কুমারপাড়া ইত্যাদি এলাকার দোকানগুলোতেও এখন রাজ্যের ব্যস্ততা।

নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় অবস্থিত ব্রান্ডেড দোকানগুলোতে যেনো হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতা সাধারণ। আড়ং, মাহা, কমলাভান্ডার, শৈল্পিক, মনোরম ইত্যাদি দোকানগুলোতে পছন্দের পোশাক কিনতে ভীড় করছেন তরুণ-তরুণীরা। কুমারপাড়া এলাকার ইজি, ওয়েস্টিন, পেবেলসের অবস্থাও জমজমাট। লামাবাজার এলাকায় মনিপুরি তাঁত শিল্পের দোকানগুলোতেই ভীড় বেশি।

এদিকে অনেক মার্কেটে আলোকসজ্জার পাশাপাশি কিছু কিছু গুরুত্বপূর্ণ রাস্তার মোড়েও তোরণ নির্মাণ ও আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। কুমারপাড়া-নয়াসড়ক এলাকার মোড়ে মোড়ে তোরণগুলো নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছে।

এবার ঈদে জামার মধ্যে রয়েছে ডালি, স্বপ্নের দেশ, অস্থির। মেয়েদের গাউনের মধ্যে রাজ কুমারী, ডায়মন্ড, ললিপপ, জবা। থ্রিপিচের মধ্যে গরিলা, কাবেরী, বিনয় ইত্যাদি। শাড়ির মধ্যে দেশি কাতান ছাড়াও রয়েছে জবা, জবা বড়ভাবী, ক্রাস-২, ভাবি-২, নিল পদ্ম, পদ্মরাণী, রাজপরী, রাজেশ্বরী, রাজগুরু। ইন্ডিয়ার চুন্দ্রি কাতান, চায়না সিল্ক, পাকিস্তানি জর্জেট, দেশীয় মসলিন, কাতান শাড়ি, মেয়েদের কাপপিচ, লং থ্রিপিচ, রেডিমেট লংগাউন, বম্বে গাউন, টুপাট কুটি, পাকিস্তানি, ইন্ডিয়ার পাশাপাশি বম্বে, মিশরি ও দেশীয় পাঞ্জাবির ব্যাপক চাহিদা রয়েছে। কাপড়ের পাশাপাশি জুতা, প্রসাধনীর দোকানেও বেশ ভিড় করছেন ক্রেতারা।

তবে বিক্রি নিয়ে হতাশায় রয়েছেন মহাজনপট্টির ব্যবসায়ীরা, দোকানিদের সাথে কথা বলে এ চিত্র পাওয়া গেছে। বিক্রি কম হওয়ার পেছনে কয়েকটি কারণ আছে বলে জানান দোকানিরা। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেটে অধিকাংশ প্রবাসী আয়ের দিক থেকে আগের মতো ভালো অবস্থায় নেই, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দার কারণে প্রবাস থেকে রেমিটেন্স কম আসায়, রমজান মাসের মাঝামাঝিতে শুরু হওয়ায় চাকরিজীবীরা বেতন বোনাস পেতে দেরি হওয়া, উপজেলা ছাড়াও এলাকা ভিত্তিক বেশ কিছু শপিং মল গড়ে উঠা এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াই মূল কারণ বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী ধারদেনা করে পুঁজি সরবরাহ করে ঈদের জামা-কাপড় নিয়ে এসে এখন বিপাকে। লাভ তো দূরে থাক পুঁজি আটকে পড়ার শঙ্কায় আছেন তারা।

এবার ঈদে বরাবরের মতো ভারতীয় শাড়ি ও থ্রি-পিচের চাহিদাই বেশি। ভারতীয় সিরিয়ালগুলোর অভিনেত্রীদের জামাগুলোর মতো জামা এসেছে বাজারে। তবে সুতি কাজ করা জামার চাহিদা শীর্ষে বলে জানান দোকানিরা। থ্রি-পিচ, অর্যান্ডি, ইন্ডিয়ান শাটর্ন, কাতান, জয়পুরি ও পাকিস্তানি লোন চন্ডিকাজ, কোটি, হাতের কাজখচিত সুতি জামার দিকেই ঝুঁকছেন ক্রেতারা।

অন্যদিকে উচ্চ ও মধ্যবিত্তরা শপিং মলগুলোতে ছুটলেও ভ্রাম্যমাণ ও নিম্নবিত্ত পরিবারের মানুষ ছুটছেন প্রতিবারের মতো ফুটপাত ও বন্দর এলাকার দোকানগুলোতে। তারা সেখান থেকেই কিনছেন নিজেদের ঈদের পোশাক। এছাড়া জেলার প্রতিটি উপজেলা পর্যায়ের শপিং মলগুলোতেও একই অবস্থা বলে জানা গেছে।

মধুবন মার্কেটের ব্যবসায়ী বলেন, বেচাকেনা মোটামুটি ভালো চলছে। আশা করছি রমজানের শেষ দিকে আরো বেশি বিক্রি হবে। মোটামুটি ১৫ রমজানের পর থেকে সিলেটের রাজপথে ক্রেতাসাধারণের যে ঢল নামতে শুরু করেছিল, তা ক্রমশঃ বাড়ছে। ব্যবসায়ী ও ক্রেতাদের মত, ঈদের আগের চাঁদ রাত পর্যন্ত এই ভীড় বাড়তেই থাকবে।

সোমবার সকালে হাসান মার্কেটের কাপড় ব্যবসায়ী জহির উদ্দীন কথা প্রসঙ্গে জানালেন, তার দোকানে রাত ২টা আড়াইটা পর্যন্ত বেঁচা-কেনা চলছে। এবারের ঈদে ক্রেতা সমাগম ও বিক্রির পরিমাণে সন্তোষ প্রকাশ করেন আনিসুল হক।

এদিকে জিন্দাবাজার আলহামরায় মধ্যরাতেও পা ফেলা দায়। রবিবার রাত ১০টার দিকে আলহামরা থেকে কয়েকটি শপিং ব্যাগ হাতে ঝুলিয়ে বেরিয়ে আসছিলেন উপশহর এলাকার গৃহবধু খাদিজা, কেনা-কাটা কেমন হলো? প্রশ্নের জবাবে সন্তোষ প্রকাশ করলেন তিনি। বললেন, মোটামুটি যা কিনার আছিল তার সবতাউ কিনিলাইছি।

ব্যবসায়ী কালাম মিয়া জানান, এবার ভালো বিক্রি হচ্ছে। দিনে গ্রাম অঞ্চলের ক্রেতাদের আনা-গোনা সব চাইতে বেশি। নতুন নামে ও ডিজাইনের জিন্স প্যান্ট, শার্ট পাঞ্জাবি ও টি-শার্ট ও পাঞ্জাবি রাখা হয়েছে আমাদের প্রতিষ্ঠানে। রমজানের শেষের দিকে বিক্রি আরো বাড়বে বলে জানান তারা।

এদিকে সিলেটবাসীর ঈদ কেনা-কাটা নির্বিঘ্নে করতে আইনশৃঙখলা বাহিনীও চুড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। এসএমপির ৬টি থানার পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরাও। প্রয়োজনীয় মুহুর্তে সহায়তা করতে রিজার্ভ পুলিশকেও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙখলা বাহিনীর নির্ভরযোগ্য কয়েকজন কর্মকর্তা। দায়িত্ব পালন করছেন পুলিশের মহিলা সদস্যরাও।





প্রধান সংবাদ এর আরও খবর

শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত রাঙামাটি জেলা প্রশাসকের বড়ুয়া জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা আমি মেহনতি মানুষের রাজনীতি করি : জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ০৯ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ ওয়ার্ড কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ০৯ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ ওয়ার্ড কমিটি গঠন

আর্কাইভ