শনিবার ● ১৬ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাবা ছাড়া ফিকে চাঁদনী’র ঈদ
বাবা ছাড়া ফিকে চাঁদনী’র ঈদ
বিশ্বনাথ প্রতিনিধি :: (২ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৫৮মি.) চাঁদনীর বাবা ‘নিখোঁজে’র সময় তার বয়স ছিল তিন বছর। সে ছোট্ট চঁদনী এখন ন’বছরের। ‘নিখোঁজ’র সময়টা যতো দীর্ঘ হচ্ছে ততোই বাবাকে না দেখার, না পাওয়ার যন্ত্রণা ঘিরে ধরছে তাকে। এখন প্রতিটা সময়ে বাবাকে খুব মিস করে সে। রাতে ঘুমুতে গেলে স্বপ্নে দেখে বাবার মুখ। দীর্ঘ ছয় বছর ধরে বাবার অপেক্ষায় ইলিয়াসের সাথে ‘নিখোঁজ’ তার গাড়ীচালক আনসার কন্যা চঁদনী। আনসারের গ্রাম উপজেলার অলংকারী ইউনিয়নের গুমরাগুলে। গ্রামের একটি একাডেমীতে তৃতীয় শ্রেণিতে পড়ছে চঁদনী।
চাঁদনী সাংবাদিকদের বলেন, আমি আব্বুর অপেক্ষায়। ঈদে আব্বু আমার জন্যে জামা ও অনেক খেলনা নিয়ে আসতেন। ঘুমুতে গেলে স্বপ্নে আব্বুকে দেখতে পাই। দেখি, আব্বু বাড়ি এসে আমাকে আদর দিয়ে আবার চলে যাচ্ছেন। জেগে আব্বুকে যখন দেখিনা তখন খুব কষ্ট হয় আমার। ঈদের দিনে আব্বুকে আরো বেশি মনে পড়ে। খুব কান্না পায় আমার। এদিকে স্বামী নিখোঁজের যন্ত্রণা, বাবার আদর বঞ্চিত চাঁদনী আর অসুস্থ শাশুড়িকে নিয়ে আজও উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটছে মুক্তা বেগমের। এ অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।
আনসারের স্ত্রী মুক্তা বেগম নিজের আশার কথা জানিয়ে বলেন, আমরা তিনি ফিরে আসার অপেক্ষায়। নিখোঁজের পর থেকে চরম হতাশায় দিন পার করছি। তিনি সরকারসহ সংশ্লিষ্ট সকলের কাছে তার স্বামীকে ফিরিয়ে দেয়ার আহবান জানান।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী এলাকা থেকে গাড়ীচালক আনসারসহ নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা এম.ইলিয়াস আলী। দীর্ঘ ছয় বছরেও এ ‘নিখোঁজ রহস্যে’র জট খুলতে পারেনি কেউ।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন