শনিবার ● ১৬ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাবা ছাড়া ফিকে চাঁদনী’র ঈদ
বাবা ছাড়া ফিকে চাঁদনী’র ঈদ
বিশ্বনাথ প্রতিনিধি :: (২ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৮.৫৮মি.) চাঁদনীর বাবা ‘নিখোঁজে’র সময় তার বয়স ছিল তিন বছর। সে ছোট্ট চঁদনী এখন ন’বছরের। ‘নিখোঁজ’র সময়টা যতো দীর্ঘ হচ্ছে ততোই বাবাকে না দেখার, না পাওয়ার যন্ত্রণা ঘিরে ধরছে তাকে। এখন প্রতিটা সময়ে বাবাকে খুব মিস করে সে। রাতে ঘুমুতে গেলে স্বপ্নে দেখে বাবার মুখ। দীর্ঘ ছয় বছর ধরে বাবার অপেক্ষায় ইলিয়াসের সাথে ‘নিখোঁজ’ তার গাড়ীচালক আনসার কন্যা চঁদনী। আনসারের গ্রাম উপজেলার অলংকারী ইউনিয়নের গুমরাগুলে। গ্রামের একটি একাডেমীতে তৃতীয় শ্রেণিতে পড়ছে চঁদনী।
চাঁদনী সাংবাদিকদের বলেন, আমি আব্বুর অপেক্ষায়। ঈদে আব্বু আমার জন্যে জামা ও অনেক খেলনা নিয়ে আসতেন। ঘুমুতে গেলে স্বপ্নে আব্বুকে দেখতে পাই। দেখি, আব্বু বাড়ি এসে আমাকে আদর দিয়ে আবার চলে যাচ্ছেন। জেগে আব্বুকে যখন দেখিনা তখন খুব কষ্ট হয় আমার। ঈদের দিনে আব্বুকে আরো বেশি মনে পড়ে। খুব কান্না পায় আমার। এদিকে স্বামী নিখোঁজের যন্ত্রণা, বাবার আদর বঞ্চিত চাঁদনী আর অসুস্থ শাশুড়িকে নিয়ে আজও উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটছে মুক্তা বেগমের। এ অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।
আনসারের স্ত্রী মুক্তা বেগম নিজের আশার কথা জানিয়ে বলেন, আমরা তিনি ফিরে আসার অপেক্ষায়। নিখোঁজের পর থেকে চরম হতাশায় দিন পার করছি। তিনি সরকারসহ সংশ্লিষ্ট সকলের কাছে তার স্বামীকে ফিরিয়ে দেয়ার আহবান জানান।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী এলাকা থেকে গাড়ীচালক আনসারসহ নিখোঁজ হন বিএনপির প্রভাবশালী নেতা এম.ইলিয়াস আলী। দীর্ঘ ছয় বছরেও এ ‘নিখোঁজ রহস্যে’র জট খুলতে পারেনি কেউ।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে