শিরোনাম:
●   প্রজন্ম ক্রীড়া সংঘের দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ●   লংগদুতে সন্তু গ্রুপের সদস্যরা ইউপিডিএফ এর দুই সদস্যকে হত্যার নিন্দা ●   রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন ●   প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   সন্দ্বীপে কালভার্ট নয় যেন মরণ ফাঁদ ●   নির্বাচনী ডিউটিতে অর্থের বিনিময়ে অপ্রশিক্ষিত আনসার সদস্য নিয়োগের অভিযোগ ●   উচ্চশিক্ষার্থে নরওয়ে যাচ্ছে চুয়েটের ৮ শিক্ষার্থী ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ ●   আগামীতে কারা দেশ চালাবে ? …সাইফুল হক ●   পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে : পার্বত্য প্রতিমন্ত্রী ●   কাউখালীতে প্রান্তিক পর্যায়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত ●   চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ কেএনএফের সন্ত্রাসী কর্মকান্ড নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন ●   খাগড়াছড়ি ও রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা আধাবেলা অবরোধ পালিত ●   শিক্ষা বিস্তারে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ●   স্কুলের মালামাল নিয়ে যাওয়ায় থানায় অভিযোগ ●   সন্দ্বীপে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই ●   কুষ্টিয়াতে সামাজিক দ্বন্দে স্বজনদের হামলায় ভাতিজা নিহত ●   আবারো উত্তপ্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ●   রাজধানীতে তিন পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন ●   প্রেমিকার সঙ্গে বিয়ে না হওয়ায় ঘুমের ওষুধ খেয়ে পল্লী চিকিৎসকের আত্মহত্যা ●   এসএসসিতে জিপিএ-৫ পেয়েও শিক্ষাজীবন অনিশ্চিত পূর্ণ বিশ্বাসের ●   উপজেলা পরিষদ নির্বাচন : বিয়ানীবাজারে প্রতিক বরাদ্দ ●   রাঙামাটি লেকসিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালন ●   তহসিলদার শরিফুলের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকা ইজারা বকেয়া আদায়ে গ্রেফতারি পরোয়ানা ●   গুইমারায় সাজাপ্রাপ্ত তিন আসামী গ্রেফতার ●   মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার করা সেলিমের কিডনি সচল অপুষ্টি ও রক্তস্বল্পতায় ভোগছেন ●   দাখিলেও দেশসেরা ঝালকাঠি এনএস কামিল মাদরাসা ●   সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে ●   মিল্টন সমাদ্দারের কেয়ার থেকে উদ্ধারকৃত সেলিমের কিডনি অক্ষত
রাঙামাটি, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কাপ্তাই সড়কে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কাপ্তাই সড়কে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল
১২৫৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কাপ্তাই সড়কে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল

---রাউজান প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫২মি.) রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।

অাজ ২ অাগস্ট বৃহস্পতিবার রাউজানে সকাল ১০ থেকে সাধারণ শিক্ষার্থীরা রাস্তারে দুই পাশে দাড়িয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্থানিয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

জানাযায় এর মধ্য চুয়েট স্কুল এন্ড কলেজ, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, সেলিমা কাদের ডিগ্রী কলেজ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর শিক্ষার্থীরা অান্দোলনে অসংখ্যা ছাত্র অংশগ্রহণ করেন।

দেখাযায়, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মিছিল সহকারে কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র ও রাঙ্গৃনিয়া জলেজের শিক্ষার্থী মানববন্ধন অংশগ্রহণ করতে চুয়েটে রাস্তার মোড়ে এসে মানববন্ধনে অংশগ্রহণ করেন এতে নেতিত্রদেন অাকাশ।

অন্যদিকে চুয়েট স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থী ওয়াহিদ অাকাশ বলেন, আমাদের এ আন্দোল শুধু মাত্র একটাই উদ্দেশ্য অামরা নিরাপদ সড়ক চাই। শিক্ষা-প্রতিষ্ঠান যদি জ্ঞানার্জন করতে এসে অামাদের লাশ হয়ে বাড়ি যেতে হয় তাহলে সে শিক্ষা অর্জন করে কি হবে। অামাদের সাধারণ শিক্ষার্থীদের একটাই দাবি অামরা নিরাপদ সড়ক ব্যবস্থা চাই।

এর ফলে কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে অবস্থান রত শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে দেখাযায়। এতে কোনো গাড়ি ভাংচুর হয়নি, শুধু মাত্র লাইসেন্স চেক করতে শিক্ষার্থীদের দেখাযায়। ব্যানার ফেস্টুন হাতে থাকা শিক্ষার্থীদের শ্লোগানে মুখর হয়ে উঠেছে কাপ্তাই সড়ক এসময় তারা বঙ্গবন্ধুর বাংলায়, নিরাপদ সড়ক চাই, আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

দুপুর ১টার দিকে লাইসেন্স ও ফিটনেস চেক করার সময় আ‌ন্দোলনকারী এক‌ শিক্ষার্থী শুরুত্ব অাহত হন সে চুয়েট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. মেহসাব উদ্দিন ও বিকাল ৪ টার সময় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্ররা একটি সিএনজি গাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র রাস্তার সামনে আ‌ন্দোলনকারী শিক্ষার্থীরা
বাঙচুর করেন কি কারণে গাড়টি বাঙা হয়েছিল তা বিস্তারিত কারণ জানাযায়নি।

সরেজমিন দেখা গেছে, তাপবিদ্যুৎ গেইট থেকে পাহাড়তলী বাজার পর্যন্ত সড়ক আটকে রেখে স্কুল-কলেজে ও চুয়েট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দিনভর বিক্ষোভ করে। ফলে সড়কে তেমন যানবাহন চলাচল করেনি। এতে বেশির ভাগ রাঙ্গুনিয়া, বান্দরবানও রাউজানের মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। হেঁটে গন্তব্যে পৌঁছায় নারী-শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ।

চুয়েটে আ‌ন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, দাবি আদায় না হলে শনিবার থেকে অামাদের অান্দোলন চলবে এবং সব ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেয় তারা।

এ‌দি‌কে আ‌ন্দোলনকারী‌ শিক্ষার্থীরা যাতে কোন রকম নাশকতামূলক ঘটনা করতে না পারে তার জন্য সর্বোচ্চ সতর্কতাও শক্ত অবস্থান ছিল রাউজান থানার পুলিশ।

চুয়েট গে‌টে অবস্থান নেয়া রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বাবে তারা তাদের বিক্ষোভ মিছিল এ অান্দোলন করেছেন। এতে কোন রকম অপ্রতিকর ঘটনা ছাড়াই তাদের অান্দোলন শান্তিপূর্ণ বাবা শেষ হয়। শুধু মাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে গাড়ির লাইসেন্স ও ফিটনেস চেক করে। এসময় তারা বেশ কিছু লাইসেন্সবিহীন সিএনজি আটক করে পলিশের হাতে দেন।





আর্কাইভ