সোমবার ● ৬ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশের অভিযান
বাগেরহাটে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পুলিশের অভিযান
বাগেরহাট অফিস :: (২১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) বাগেরহাটে ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে যৌথ অভিযান শুরু করেছে পুলিশ। আজ রবিবার ৫ আগস্ট সকালে জেলা পুলিশ লাইন মিলনায়তনে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন শেষে দুপুরে দশানী ট্রাফিক মোড়ে এ অভিযান শুরু করা হয়।
ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, শাহাদাত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মো. মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাস মালিক সমিতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, শ্রমিক ফেডারেশনের সভাপতি রেজাউর রহমান মন্টু ও ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আল ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), রোভার স্কাউটের সদস্য, গন্যমান্য ব্যক্তি ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তপন কুমার বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। রাস্তায় কোন ধরণের যানবাহন চলবে, কতটি চলবে তার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। রাস্তায় চলমান ভ্যান, রিকসা, অটোরিকসাসহ সকল যানবাহনকে আইনের আওতায় আনতে হবে। সব শেষে যানবাহনের চালক ও মালিকদের প্রয়োজনীয় বৈধ কাগপত্র নিয়ে রাস্তায় চলাচলের আহবান জানান বক্তারা।
পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌথ অভিযান শুরু করেছি। পুলিশের পাশাপাশি, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, রোভার স্কাউটের সদস্য ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এ অভিযানে অংশ নিয়েছেন। আমরা সকল প্রকার যানবাহনের ফিটনেস, লাইসেন্সসহ প্রয়োজনীয় সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করব। সকলে আইন মেনে সড়কে শান্তি ফিরিয়ে আনবেন বলে আশা করেন এ কর্মকর্তা





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন