সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » সৌদি আরবের যুদ্ধজোটে বাংলাদেশের সামিল হওয়া আত্মঘাতি ও অদূরদর্শী- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সৌদি আরবের যুদ্ধজোটে বাংলাদেশের সামিল হওয়া আত্মঘাতি ও অদূরদর্শী- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

২১ ডিসেম্বর সোমবার সকালে অনুষ্ঠিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক কমিটির সভায় নেতৃবৃন্দ সৌদি আরবের নেতৃত্বে নতুন যুদ্ধজোটে বাংলাদেশের সামিল হওয়াকে ‘আত্মঘাতি, অপ্রয়োজনীয় ও অদূরদর্শী’ হিসাবে বর্ণনা করেছেন এবং সৌদি আরবের নেতৃত্বে আইএস বিরোধী এই ধরনের জোটে যোগদান বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে বরং আরো ঝুঁকির মধ্যে ফেলে দেবে। সরকারের নীতিনির্ধারকেরা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ যেখানে বারবার ঘোষণা দিচ্ছেন যে বাংলাদেশে আইএস এর কোন অস্তিত্ব নেই, সেখানে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের প্রধান দোসর সৌদি আরবের নেতৃত্বে সুন্নী মুসলমান অধ্যুষিত দেশগুলোকে নিয়ে নতুন জোটে বাংলাদেশকে জড়িয়ে ফেলা কোন বিবেচনাপ্রসূত কাজ হবে না। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে আইএস বা এ ধরনের শক্তির যেটুকু বিপদ রয়েছে পরিস্কার রাজনৈতিক সদিচ্ছা থাকলে জনগণের সমর্থনের উপর ভিত্তি করে সরকারের পক্ষেই তার মোকাবেলা করা সম্ভব। তারা বলেন, মার্কিনীদের নেতৃত্বে মাকির্নীদের ‘ওয়ার অন টেরর’ এর যুদ্ধজোটে সামিল হওয়ার যেমন কোন অবকাশ নেই তেমনি মার্কিনীদের মদদে ক্ষমতায় থাকা সৌদি আরবের চরম অগণতান্ত্রিক ও প্রতিক্রিয়াশীল রাজতন্ত্রের নেতৃত্বে গড়ে ওঠা সামরিক জোটে বাংলাদেশ কোনভাবেই অংশ নিতে পারে না।
সভায় নেতৃবৃন্দ সংসদ, রাজনৈতিক দল ও জনগণের মতামত বিবেচনায় না নিয়ে তড়িঘড়ি করে ৩৪ দেশের জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ঘোষণাকে ‘নিছক স্বতঃস্ফূর্ততা ও কান্ডজ্ঞানহীন’ আচরণ হিসাবে আখ্যায়িত করেছেন এবং এই ধরনের সামরিক জোট থেকে বাংরলাদেশ সরকার ও রাষ্ট্রকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, মুখলেছুর রহমান, আকবর খান, আবু হাসান টিপু প্রমুখ।(প্রেস বিজ্ঞপ্তি)





রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া ছাড়া করিডর প্রদানের উদ্যোগ থেকে সরকারকে সরে আসতে হবে
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন করায় পিসিসিপি’র প্রতিবাদ
২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উপর ইউপিডিএফের রিপোর্ট
বেগম রোকেয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সাব্বির
কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ
পিসিজেএসএস সন্তু গ্রুপ কর্তৃক মিটন চাকমাকে হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
পানছড়িতে সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ এর সংগঠক মিটন চাকমা হত্যার নিন্দা
ইউপিডিএফের আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে সাজেকে বিক্ষোভ
বৈষম্য দূর ও সকলের সমঅধিকার পুনঃপ্রতিষ্ঠা করাই হবে আমাদের প্রধান কাজ : সুপ্রদীপ চাকমা
অন্তর্বর্তীকালীন সরকারকে ইউপিডিএফের অভিনন্দন