সোমবার ● ২১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা
রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, জেলার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদটি রৰা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য৷ এটি আমাদের জন্য একটি বড় সম্পদ ৷ তাই হ্রদটিকে দূষণের হাত থেকে রৰায় সকলকে সচেতন হতে হবে ৷ তিনি জনসাধারণ এবং বিভিন্ন মৌসুমে বেড়াতে আসা পর্যটকদেরকে হ্রদ দূষণ থেকে বিরত থাকারও আহ্বান জানান ৷
২১ডিসেম্বর সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলনকৰে আয়োজিত পরিষদের ডিসেম্বর ২০১৫ মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন ৷
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, পরিষদের কর্মকর্তা ও হস্তান্তারিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
সভায় স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি বলেন, উপজেলা পর্যায়ে প্রসূতি মায়েদের প্রসবকালীন সেবা প্রদানের লক্ষে জেনারেল হাসপাতাল হতে ১৪জন অভিজ্ঞ নার্স বিভিন্ন উপজেলায় বদলি করা হচ্ছে ৷ এতে উপজেলা পর্যায়ে সেবার মান আরো বৃদ্ধি পাবে ৷ এছাড়া হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, ঔষুধ বিতরণসহ দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রয়েছে ৷
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জানান, সদর, কাপ্তাই ও কাউখালী ৩টি উপজেলায় ষ্ট্রবেরী চাষের নিমিত্তে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ শীঘ্রই চারা রোপনের কাজ শুরু হবে ৷ এছাড়া শীতকালীন সবজির উত্পাদন ভালো হবে এবং সারের মজুদ পর্যাপ্ত রয়েছে ৷
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ২০১৩ সালে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাউখালী বালিকা দল বিজয়ী হওয়ায় আগামী জানুয়ারি মাসে তাদেরকে সম্মাননা প্রদানের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে ৷
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ২২ ডিসেম্বর থেকে জেলার ১০টি উপজেলার ১০টি কেন্দ্রে ৭ম শ্রেণী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৷ অনুষ্ঠিত পরীক্ষায় ২১৬৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে ৷
জেলা মত্স্য কর্মকর্তা বলেন, জেলে নিবন্ধনের অংশ হিসেবে ১০টি উপজেলার মধ্যে সর্বশেষ কাউখালী উপজেলায় নিবন্ধনের কাজ চলছে৷
জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বলেন, বর্তমানে ভেড়া প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি উপজেলার ২০জন প্রশিক্ষণার্থীদের ৩টি করে ভেড়া প্রদান করা হবে ৷ এছাড়া চিকিত্সা ও প্রোডাকশন কার্যক্রম ভালোভাবেই চলছে ৷
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, আগামী ২৫ ডিসেম্বর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে৷ তিনি তৃণমূল পর্যায়ের আগ্রহী যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদানের বিষয়টি অবহিত করার জন্য উপস্থিত কর্মকর্তাদের অনুরোধ জানান ৷
পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক বলেন, চলতি মাসের ১৬ ডিসেম্বর দেশী বিদেশী পর্যটকের আগমন প্রচুর পরিমান ছিল ৷ পর্যটকদের নিরাপত্তায় পর্যটনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে ৷
সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন ৷ আপলোড : ২১ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় :সন্ধ্যা ৬.৩০ মিঃ





ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি