রবিবার ● ১৯ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কোরবানীর হাটে সবচেয়ে দামী গরু : দাম হাঁকছে ৫ লাখ
রাউজানে কোরবানীর হাটে সবচেয়ে দামী গরু : দাম হাঁকছে ৫ লাখ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (৪ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৭মি.) ঈদুল আজহাকে কেন্দ্র করে চট্টগ্রামে রাউজানে পাহাড়তলী পিংক সিটি-২ অস্থায়ী বাজারে নির্দিষ্ট সময়ের আগেই গরু নিয়ে এসেছেন অনেক ব্যবসায়ী। গত বৃহস্পতিবার থেকে লক্ষ করা গেছে শতাদিক গরু জমায়েত হয়েছিল। ১৮ অাগস্ট শনিবার সকাল থেকে এই হাটে গরু অনেক বেশি লক্ষ করা গেছে। ইতোমধ্যে স্থানীয় ব্যবসায়ীরা গরু নিয়ে অাছেন পিংক সিটির মাঠে।
এদের মধ্যে গচ্ছি গ্রাম থেকে আসা একজন সফল গরু ব্যবসায়ী মো. লবান। তিনি তার নিজস্ব খামারে পালিত বেশি কিছু গরু নিয়ে এসেছেন এ হাটে। এখন পর্যন্ত হাটের সব থেকে বড় গরুটিও এনেছেন তিনি, দাম চেয়েছেন ৫ লাখ টাকা। তবে রাউজানে অারো বেশকিছু হাটের মধ্যে এবার সেরা গরুটি হচ্ছে লবানের। হাটে সরজমিন দেখাযায় এ ৫লাখ টাকার মুল্য গরুটি বেশ যত্ন নিতেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।
হাতে গনা মাত্র কয়েক দিন সময় অাছে এরি মধ্যে রাউজানে কিছু কিছু হাট জমেছে বেচাকেনা, অন্যদিকে হাটের বেচাকেনার পাশাপাশি গ্রামের এলাকায় বেচাকেনার ধুম পড়েছে। দেখে-শুনে এলাকার স্থানীয়ভাবে লালনপালন করা গরুটি ক্রয় করতে বেশি অাগ্রহী দেখাযায়।
গরু বিষয়ে জানতে চাইলে রবান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাউজানের বিভিন্ন স্থানে থেকে এ বাজারে গরু অাসতে শুরু করছে, এবং বরিশাল থেকেও এক লোক অনেক দেশিও গরু এ হাটে বিক্রি করতে অাসছে, তবে যার ফলে এ হাটে যারাই আসুক না কেন আগে আমার গরুগুলোই চোখে পড়বে। এবং অামার লালনপালন করা গরুটি এক নজর দেখতে মানুষ ছুটেছে, গত বছর কোরবানি সময় অামার গরুটি ১’লাখ ৭০হাজার টাকা পযন্ত বাজার মুল্য ছিল, কিন্তু অামি বিক্রি করি নাই, অারো বেশি করে লালনপালন করে বর্তমানে ৫লাখ টাকার একটি গরু হিসবে অামি তৈরি করছি, কিন্তু এর ফিছনে ছিল অামার হারভাঙ্গা পরিশ্রম। অাজতা সাফল হয়েছে বলে অামি মনে করি।
তিনি অারো বলেন, আর এখন পর্যন্ত এই হাটে ওঠা সব গরুর মধ্যে আমার কাছে বড় গরু রয়েছে। এর মধ্যে সব থেকে বড় গরুর দাম আশা করছি ৫ লাখ টাকা পযন্ত। এছাড়া ৪০ থেকে শুরু করে হাজার লাখ টাকা দামের গরুও আমার কাছে রয়েছে।
গরু ব্যবসায়ী রবান বলেন, বড় শখ করে পালন করা গরু নিয়ে এসেছি ভালো মূল্য পাবার আশায়। কেনাবেচা মোটামোটি শুরু হয়ছে। অনেকে এসে গরু দেখে দাম শুনে চলে যাছেন। এর মধ্যে একজন এসেছিলেন, তিনি সাড়ে ৩ লাখ টাকা বলেছেন কিন্তু বিক্রি করিনি। সামনে আরো দিন রয়েছে আশা করছি সাড়ে ৪ লক্ষ টাকাতেই বিক্রি করতে পারব।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত