মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাঙ্গুড়ায় নৌকা ও ধানের শীষ ঠেকাতে মরিয়া স্বতন্ত্র প্রার্থীরা
ভাঙ্গুড়ায় নৌকা ও ধানের শীষ ঠেকাতে মরিয়া স্বতন্ত্র প্রার্থীরা
 
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি:: ভাঙ্গুড়া আসন্ন পৌরসভা নির্বাচনে  আনন্দমুখর পরিবেশে প্রার্থীরা প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন৷ পৌরসভা  পোষ্টার ও ব্যানারে ছেঁয়ে গেছে ৷ এদিকে নৌকা ও ধানের শীষ ঠেকাতে মরিয়া হয়ে  উঠেছেন তিন স্বতন্ত্র মেয়র প্রার্থী৷ মাইকিং ও পোষ্টারে  তারা পিছিয়ে নেই৷  এরা হলেন আব্দুল মালেক নান্নু হাজী(জগ), আওয়ামী লীগের আজাদ খান(মোবাইল) ও  প্রভাষক মাহবুবুল আলম (নারিকেল গাছ) ৷ যদিও এলাকার ভোটারদের মাঝে তাদের বিষয়ে  মুখরোচক আলোচনা ছাড়া প্রচার প্রচারনায় তেমন সাড়া লক্ষ্য করা যায়নি৷
আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এমপি পুত্র গোলাম হাসনাইন রাসেল  ভোটারদের সমর্থন আদায়ে নৌকা প্রতীকে নয়টি ওয়ার্ডে স্বদলবলে সর্বক্ষণ  ব্যাপক প্রচার- প্রচারনা চালাচ্ছেন৷ পৌরবাসীদের সাথে আলাপে জানা গেছে, বয়সে  তরণ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাসেল রাজনীতিতে নবীন হলেও তার  জনসমর্থন ক্রমেই বাড়ছে ৷ এছাড়া তার পিতা সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন  একজন ক্লিন রাজনীতিবীদ হিসেবে এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ৷ এটা রাসেলের জন্য বড় ইতিবাচক দিক ৷
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট মজিবর রহমান প্রবীণ রাজনীতিবীদ ও  দীর্ঘদিন উপজেলা বিএনপির সভাপতি হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ৷ এছাড়া ধানের  শীষ প্রতীকে পৌরসভা নির্বাচনের সুযোগ পাওয়ায় দলীয় সমর্থন কাজে লাগিয়ে  তিনি প্রতিটি ওয়ার্ডে ভোটারদের সমর্থন আদায়ের জোর চেষ্টা চালাচ্ছেন৷  এই  পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৮জন এবং সংরক্ষিত মহিলা  কাউন্সিলর পদে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দিা করছেন৷
এদিকে নির্বাচন আচরণবিধি লংঘন করায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর  প্রার্থী রিপন আহমেদ (উটপাখি)কে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার  মোঃ শামছুল আলম ৩ হাজার টাকা জরিমানা করেছেন৷

      
      
      



    আগামীকাল ৪ নভেম্বর  নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার    
    তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক    
    ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির  বরণোৎসব সম্পন্ন    
    শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন    
    চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার    
    দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই    
    কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন    
    আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন