মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » আলীকদমে চিওনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিগ্রাস করার চক্রান্ত
আলীকদমে চিওনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিগ্রাস করার চক্রান্ত
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলার চিওনী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিগ্রাস করার চক্রান্তের অভিযোগ পাওয়া গেছে ৷ ‘অবৈধভাবে সম্পাদিত জমি বিক্রয় বায়না নামা দলিল ও নামজারী মামলা বাতিল’ চেয়ে স্কুল পরিচালনা কমিটির পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে ৷ অভিযোগের বিষয়ে ইউএনও কার্যালয়ের সার্ভেয়ার এলটন চাকমা জানান, ‘ইউএনও’র নির্দেশে এ সংক্রান্ত তদন্ত চলছে’ ৷
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন বলেন, আমি অভিযোগ পেয়েছি ৷ তবে সরেজমিনে তদন্ত না করে কিছুই বলা যাচ্ছেনা ৷ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে সরেজমিনে তদন্ত পূর্বক তড়িত্ ব্যবস্থা নেয়া হবে ৷
অনুসন্ধানে জানা যায়, উপজেলার চিওনী মুরুং পাড়ার বাসিন্দা মৃত পুংকে মুরুং এর ছেলে মেনচুক মুরুং এর নামে ২৮৮নং আলীকদম মৌজার ৩৬৪ নম্বর হোল্ডিং-এ ১ একর ৮০ শতক জমি সরকারী রেকর্ডে আছে ৷ ১৯৮১ সালের ১ জুলাই এ জমি তাঁর নামে বন্দোবস্তির হুকুম হয় ৷
১৯৮৬ ইং সালে চিওনী পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমির প্রয়োজন হলে মেনচুক মুরুং তার হোল্ডিং থেকে প্রয়োজনীয় জমি স্কুল প্রতিষ্ঠার জন্য দান করতে উদ্যোগী হন ৷ ১৯৮৬ সালের ১০ সেপ্টেম্বর তত্কালীন উপজেলা ম্যাজিস্ট্রেট, আলীকদম এর আদালতে সম্পাদিত ১০/১৯৮৬ নম্বর এফিটডেবিটমূলে শিক্ষা সচিব বরাবর জমি দান করা হয় ৷ যাতে মেনচুক মুরুং ৩৬৪ নম্বর হোল্ডিং থেকে ১ একর ৩০ শতক জমি ‘চিওনী পাড়া প্রাথমিক বিদ্যালয়’ এর নামে দান করেন ৷ এ জমির ওপর বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয় ৷ এটি বর্তমানে সরকারী স্কুল ৷ স্কুলকে জমি দান করার পর জমির মালিক মেনচুক মুরুং এর নামে আরো ৫০ শতক জমি অবশিষ্ট আছে ৷
স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুস ছত্তার ইউএনও’র নিকট এক লিখিত অভিযোগে জানান, স্থানীয় মৃত ওবাইদুল হাকিমের ছেলে আবুল হাশেম গত কয়েকবছর ধরে এ স্কুলের নামে দানপত্রকৃত জমিগ্রাস করার চক্রান্ত লিপ্ত হন ৷ তিনি (আবুল হাশেম) ৩৬৪ হোল্ডিং এর জমির মালিক মেনচুক মুরুংকে কৌশলে এ জমি বিক্রিতে রাজি করান ৷ মেনচুক মুরুং এর বয়স বর্তমানে ৭০ বছর ৷ তাকে ২০১৪ সালের ২ জুন ইউএনও অফিসে এনে ‘জমি বিক্রয় বায়না নামা দলিল নং- ৮৪/২০১৪ মূলে ৫০ শতক জমি ক্রয়ের দলিল রেজিস্ট্রী করে নেন ৷ পরবর্তীতে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারীতে একই কায়দায় ‘জমি বিক্রয় বায়না নামা দলিল নং-২৪/২০১৫ সৃজন করে ইউএনও অফিসের মাধ্যমে ১ একর ৩০ শতক জমি ক্রয়ের দলিল রেজিস্ট্রী করাইয়ে নেন ৷ পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি মতে, হোল্ডিং এর জমি বিক্রয়ের ক্ষেত্রে জমির মালিকের নিকট নু্যনতম ৫০ শতক জমি নিজ নামে অবশিষ্ট রাখতে হয় ৷ এক্ষেত্রে তা মানা হয়নি ৷ জমি ক্রয়কারী আবুল হাশেমকে ইউএনও অফিসের মাধ্যমে দু’টি দলিল রেজিস্ট্রীতে সহযোগিতা করেন স্থানীয় পিটিশন রাইটার মোঃ রিটন৷ উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্শবর্তী লামা উপজেলার মতো আলীকদমেও কৌশলে ভূয়া দলিল সৃজনের একাধিক অভিযোগ উঠেছে ৷ অভিযোগের বিষয়ে রাইটার মোঃ রিটন বলেন, ‘কাগজপত্রে দেখেই দলিল দু’টি সম্পাদন করা হয়েছে’ ৷
স্কুল কমিটির অভিযোগে দাবী করা হয়, নামজারী মামলা নং- আক/৫১/২০১৫ এর মাধ্যমে এ জমির রেকর্ড সংশোধনের জন্য সুচতুর আবুল হাশেম ইতোমধ্যে ইউএনও কার্যালয়ের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন ৷ স্কুল কমিটি আশংকা করছেন কথিত দু’টি দলিল মূলে ৩৬৪ নং হোল্ডিং সম্পূর্ণ (১.৮০ একর) জমির রেকর্ড সংশোধন করা হলে স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমির মালিকও ভূমিহীন হওয়ার আংশকা আছে ৷ ০১৮৩৮০৫২৬৭৭
এ সকল অভিযোগ অস্বীকার করে মঙ্গলবার বিকেলে মুঠোফোনে আবুল হাশেম বলেন, ‘আমি ৩৬৪ হোল্ডিং এর জায়গা দু’টি দলিলমূলে কিনেছি তবে আমি যে জায়গা কিনেছি, স্কুলটা সেখানে নয় ৷ স্কুলটি বর্তমানে যেখানে আছে সেটি খাস জমি ৷ স্কুল যদি চায় আমি জমির দখল ছেড়ে দিতে বাধ্ য৷ কারণ স্থানীয় জাকের হোসেন মেম্বার জীবিত থাকার সময়ে স্কুলের জায়গা দখলে নিয়ে সেগুন বাগান সৃজন করেছে ৷ যা তার ওয়ারিশদের দখলে আছে ৷ তিনি দাবী করেন, ‘সার্ভেয়ার দ্বারা নিরপেৰ তদন্ত করা হলে স্কুলের জায়গার প্রকৃত দখলবাজকে চিহ্নিত করা যাবে’৷
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ বলেন, ‘এ বিষয়টি আমি জেনেছি ৷ স্কুলের নামে দানপত্রকৃত ভূমি যাতে অন্য কেউ রেকর্ড করে নিতে না পারে সেজন্য ইউএনও স্যারের হস্তক্ষেপ চাওয়া হয়েছে’ ৷





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান