বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » নারিকেল গাছের পাতার ঝাড়ু তৈরি করে স্বাবলম্বী
নারিকেল গাছের পাতার ঝাড়ু তৈরি করে স্বাবলম্বী
নওগাঁ প্রতিনিধি :: (১৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৪মি.) নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ইউনিয়নের পিরোজপুর গ্রামে নারিকেল গাছের পাতার খিলের তৈরি ঝাড়– রপ্তানি করে লাভবান হচ্ছে হত দরিদ্র পরিবার গুলো। তাদের ওই পন্য নওগাঁর সকল জেলাগুলো ছাড়াও নীলফামারী, ডোমার সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে বলে জানা যায়।
সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ১৯৭১সালের পূর্ববতী সময় থেকে তারা নারিকেল গাছের পাতার খিল দিয়ে ঝাড়ু তৈরি করে আসছে। তখন থেকে তারা দেশের বিভিন্নস্থানে এই ঝাড়ুগুলো রপ্তানি করে আসছে। তখন থেকে গুটি গুটি পায়ে এসব এলাকার মানুষ নারিকেলের গাছের পাতার খিল দিয়ে ঝাড়– তৈরি করে আসছে।
এ ব্যাপারে উক্ত এলাকার ঝাড়ু ব্যাবসায়ী শ্রী নিমাই বলেন, তারা দীর্ঘদিন যাবৎ ঝাড়–ও ব্যাবসা করে আসছে। বর্তমানে তারা এসব জাড়– নীলফামারী ডোমারসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে আসছে। তিনি আরও বলেন তারা খুলনা থেকে এসব জাড়ু তৈরির নারিকেল গাছের পাতার খিল নিয়ে আসে এবং তারা নিজ হাতে তৈরি করে বাজার জাত করে। তবে বর্তমানে তারা এই ঝাড়ুর ব্যাবসা করে বেশ লাভবান হচ্ছে বলে জানায় এ ব্যাবসায়ী।





আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন