বুধবার ● ৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধর্মমন্ত্রীকে রাজাকার বলে কটুক্তি করায় ময়মনসিংহ আদালতে মামলার পর গ্রেফতারি পরোয়ানা
ধর্মমন্ত্রীকে রাজাকার বলে কটুক্তি করায় ময়মনসিংহ আদালতে মামলার পর গ্রেফতারি পরোয়ানা
ময়মনসিংহ অফিস :: (২১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৮.২০মি.) ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে রাজাকার বলে কটুক্তি করায় ময়মনসিংহ আদালতে মামালা দায়ের করা হয়েছে। পরে ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট ১ নং আমলী আদালত এর বিজ্ঞ ম্যাজিষ্টেট রোজিনা খান মামলাটি আমলে নিয়ে কটুক্তিকারীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গতকাল মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ আদালতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বাদী হয়ে মামালাটি দায়ের করার পর আদালত কটুক্তিকারীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী এড. আব্দুর রহমান আল হোসাইন তাজ বিষয়টি নিশ্চিত বলেন, নিহত যুবলীগ নেতা আজাদ শেখের স্ত্রী দিলরুবা আক্তার দিলু গত ২৮ আগস্ট নগরীর গাঙ্গিনারপাড়ে ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানকে রাজাকার বলে কটুক্তি করে বক্তব্য রাখেন। এ ঘটনার পর কটুক্তি ঘটনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বাদী হয়ে আদালতে ৫০০/৫০১ ধারায় মানহানি মামলা দায়ের করেছেন।
মামলার পর ময়মনসিংহ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট ১ নং আমলী আদালত এর বিজ্ঞ ম্যাজিষ্টেট রোজিনা খান মামলাটি আমলে নিয়ে কটুক্তিকারী দিলরুবার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ সময় কোট প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক হুমায়ন রেজা সোহাগ, যুগ্ম আহবায়ক রিমন মো. জামায়েল সামি, শরিফ আহমেদ, সদস্য সচিব রিয়াদুল ইসলাম রানা, সদর কমান্ডের সাধারণ সম্পাদক মো. করিম আলী মিলন, জেলা কমান্ডের সদস্য দেলোয়ার হোসেন চৌধুরী ও আল মামুন প্রমূখ।





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী