রবিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » আত্রাইয়ে মানুষের মেলছেনা কাঙ্খিত স্বাস্থ্য সেবা
আত্রাইয়ে মানুষের মেলছেনা কাঙ্খিত স্বাস্থ্য সেবা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মি.) নওগাঁর আত্রাইয়ে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা চলছে তিনজন চিকিৎসক দিয়ে। এতে রোগীরা প্রতিনিয়ত দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসক সঙ্কটে স্বাস্থ্যসেবা অনেকটাই ভেঙে পড়েছে এ হাসপাতালে। ফলে উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষের মেলছেনা কাঙ্খিত স্বাস্থ্য সেবা। চিকিৎসা না পেয়ে অনেক রোগীই ফিরে যাচ্ছেন বাইরের ক্লিনিকে।
স্বাস্থ্য কমপ্লেক্সতে ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও এর বিপরীতে আছেন মাত্র তিনজন। এতে গড়ে প্রতিদিন হাসপাতালে ২০০-২৫০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করছেন মাত্র এ তিনজন চিকিৎসকের কাছ থেকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত করা হয়। এ স্বাস্থ্য কমপ্লেক্স তত্ত্বাবধায়ক, আবাসিক চিকিৎসক (আরএমও), জুনিয়র কনসালটেন্ট, মেডিসিন, সহকারী সার্জারি ও ডেন্টাল সার্জনসহ মোট ২৪টি পদ রয়েছে। তবে হাসপাতালে কর্মরত আছেন তিনজন। বাকি পদগুলো চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ফাঁকা রয়েছে।
এদিকে হাসপাতালে ডাক্তার না থাকায় রোগীরা বাইরের ক্লিনিকের দিকে ঝুঁকছেন। এতে দালালদের মাধ্যমে প্রতিনিয়ত প্রতারিত হতে হচ্ছে এসব সাধারণ মানুষকে। ফলে অসহায় ও দরিদ্র রোগীদেও অর্থ সংকটে পড়তে হয়।
এছাড়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোর্শেদ মো. মনিরুজ্জামান প্রশাসনিক কাজে অনেক সময় ব্যস্ত থাকায় তিনজন ডাক্তারের পক্ষে রোগীদের চাপ সামলাতে হাঁপিয়ে উঠেছেন। এছাড়াও হাসপাতালে রয়েছে ওষুধ সঙ্কট। ব্যবস্থাপত্রে ওষুধের নাম থাকলেও হাসপাতালে না পাওয়ায় রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে সেগুলো।
এ ব্যাপারে উপজেলার খোলাপাড়া গ্রামের ভুক্তভোগি আব্দুর রাজ্জাক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে এলেও চিকিৎসক সঙ্কট থাকায় তেমন সেবা পাওয়া যায় না। যে কয়জন ডাক্তার আছেন প্রতিদিন চিকিৎসা দিতে গিয়ে রোগীদের ভীড়ে হাঁপিয়ে ওঠেন।
এ ব্যাপারে উপজেলার শাহাগোলা গ্রামের মো: আজাদ সরদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গ্রামের মানুষরা নিতান্ত গরিব ও অসহায়। তাদের বেশিরভাগই সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থাকেন। কিন্তু দীর্ঘদিন থেকে হাসপাতালে চিকিৎসক সঙ্কটে রোগীরা সেই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এলাকাবাসীর সুবিধার্থে সুচিকিৎসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেয়া দরকার।
এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোর্শেদ মো. মনিরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখনো সে তুলনায় জনবল আসেনি। ফলে চিকিৎসা দেয়ার ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না। এতে হিমশিম খেতে হচ্ছে। তবে চাপের মধ্যে থেকেও ডাক্তাররা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন।
তিনি আরও জানান, উপস্বাস্থ্য কেন্দ্র থেকে দুইজনকে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি স্পেশাল বিসিএসের মাধ্যমে ডাক্তার নেয়া হচ্ছে। অতি শিগগিরই তারা যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।
এ ব্যাপারে নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. মুমিনুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গোটা জেলাতেই চিকিৎসক সঙ্কট রয়েছে। তবে শিগগিরই চিকিৎসক নিয়োগ হবে।





বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ