রবিবার ● ১৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মামলার আসামি নিহত
ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মামলার আসামি নিহত
ময়মনসিংহ প্রতিনিধি :: (২৯ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.)ময়মনসিংহ শহরের কালিবাড়ী এলাকায় ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শরীফ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। ডিবি পুলিশ বলছে নিহত শরীফ চিহ্নিত মাদকবিক্রেতা ও মাদক, ডাকাতি, মারামারি এবং হত্যাসহ সাতটির বেশি মামলা রয়েছে। এছাড়াও পুলিশের কাছ থেকে পলাতক এবং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
গতকাল শনিবার (১৩ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে ‘বন্দকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। এসময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, নিহত এই মাদকবিক্রেতা শরীফ ডাকাত দলেরও সদস্য ছিল। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, মারামারি ও হত্যাসহ সাতটির বেশি মামলা রয়েছে। একইসাথে পুলিশের কাছ থেকে পলাতক এবং ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দের ভাষ্যমতে, মধ্যরাতে ডিবির দুইটি দল শহরের কালিবাড়ী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন মাদক বিক্রেতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি আক্রমণ করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল মো. শামীম হোসেন ও মো. সেলিম মিয়া আহত হয়েছেন এবং তাঁদেরকে জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি করেন ওসি।
এ সময় তিনি জানান, ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা ও ১২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন