বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহে বিশেষ মাদক বিরোধী অভিযান চলাকালে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে সুমন নগরীর একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ ১০ টিরও বেশি মামলা রয়েছে। এছাড়াও নিহত সুমন পলাতক এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। নিহত সুমন নগরীর চরকালিবাড়ী এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।
আজ বুধবার (১৪ নভেম্বর) মধ্যরাত পৌনে ২ টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জের চরপুলিয়ামারী এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শাইখ সিরাজ রোডে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মাদক বিরোধী অভিযান চলাকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র কনস্টেবল ইলিয়াছ মিয়া, রানাউল ইসলাম নামে ২ পুলিশ সদস্য আহত হলে তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার মধ্যরাতে ডিবি ওসি এবং ওসি তদন্তের নেতৃত্বে ডিবি’র দু’টি টিম শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চলাকালে চরপুলিয়ামারী এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শাইখ সিরাজ রোডে পাকা রাস্তাার পাশে পৌছলে অজ্ঞাতনামা ৬/৭ জন মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট,পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।
এসময় গুলা-গুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ সে সময় শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে আরও জানান ডবি’র ওসি।
পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। এঘটনায় কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী