রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় এবার পিএসসি দিচ্ছে ৩২৮ পরীক্ষার্থী : অনুপস্থিত ৩৫ জন
রুমায় এবার পিএসসি দিচ্ছে ৩২৮ পরীক্ষার্থী : অনুপস্থিত ৩৫ জন
রুমা (বান্দরবান) প্রতিনিধি :: আজ রবিবর থেকে বান্দরবানের দুর্গম উপজেলা রুমায় এবার পিএসসি পরীক্ষা দিচ্ছে ৩২৮ জন পরীক্ষার্থী। উপজেলার সরকারী এবং বেসরকারী মোট ৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পিএসসি পরীক্ষা রুমা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। তবে এবারে পরীক্ষায় অংশগ্রহণ করেনি ৩৫ জন পরীক্ষার্থী। সংশ্লিষ্ট শিক্ষকরা বলছেন অংশ না নেওয়া শিক্ষার্থীদের বেশির ভাগই দুর্গম পাহাড়ি এলাকার। তবে কেন তারা অংশগ্রহণ করছেনা তার সদুত্তর তাদের কাছে নেই। তারা জানিয়েছেন পূর্বেই যদি জানা সম্ভব হতো তবে অভিভাবকদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা যেত। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ভালো বলতে পারবেন।
এবার পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্বে রয়েছেন মিনঝিড়ি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন চাকমা। তিনি বলেন পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্র নির্বিঘ্ন এবং নিরাপদ করতে প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়