বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » পৃথিবীর লাখো তরুণ তরুণীদের আইডল সাবিরুল
পৃথিবীর লাখো তরুণ তরুণীদের আইডল সাবিরুল

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গিয়ে দেশের লাখো তরুণদেরকে উজ্জীবিত করতে চান বিশ্ব বিখ্যাত তরুণ সাবিরুল ইসলাম৷ পৃথিবীর লাখো তরুণ তরুণীদের আইডল সাবিরম্নল আগামী বছরের শুরুতে বাংলাদেশের সবকটি জেলায় গিয়ে আলোর দূ্যতি ছড়াতে চান৷ এজন্য বর্তমানে তিনি তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথের পলস্নী গ্রাম ধরারাইয়ে অবস্থান করছেন৷ বুধবার বিকেলে তিনি বিশ্বনাথ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণে এসে জানালেন পৈত্রিক ভূমি বাংলাদেশকে নিয়ে তার স্বপ্নের কথা৷
বক্তব্যের ফেরিওয়ালা হিসেবে পৃথিবীতে সাম্প্রতিক সময়ে আলোড়ন সৃষ্টিকারী বৃটিশ বংশদ্ভূত সাবিরম্নল বলেন, আমি ইতিমধ্যে বিভিন্ন মহাদেশের ২৮টি দেশে একাধিকবার সফর করে পৃথিবীর লাখো তরম্নণ তরম্নণীদেরকে পৃথিবী জয় করার জন্য উত্সাহ দিতে কাজ করছি৷ অনেকেই যখন আমার বক্তব্যের কারণে উত্সাহ পায় এবং জীবনে সফল হতে উদ্ভোদ্ধ হয়৷ তখন আমিও কাজ করতে উত্সাহ পাই৷ আমি বিশ্বাস করি পৃথিবীর প্রতিটি মানুষের একটা না একটা প্রতিভা আছে৷ অথচ উত্সাহ ও পরিচযর্ার অভাবে অনেকেই প্রতিভা বিকষিত করার সুযোগ পায় না৷
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরম্নতে সাবিরম্নল ইসলামের পরিচিতি তুলে ধরেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের৷ এসময় সাবিরম্নল তার বক্তব্যে বিশ্বনাথ প্রেসক্লাবে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে বিশ্বনাথের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেন৷
এসময় উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যৰ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, শিৰানূরাগী মঈন উদ্দিন, সংগঠক কামাল উদ্দিন, টিপু আলী, ফজলুর রহমান, এনামুল হক, শাহিন মিয়া চৌধুরী, শাহিন আহমদ, সায়েসত্মা মিয়া, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমূখ৷





সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন
দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন
আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত
পর্নোগ্রাফি ও চাঁদাবাজি মামলায় কথিত গণমাধ্যমকর্মী হাসান গ্রেফতার
গণমাধ্যমের স্বাধীনতা একশ্রেণীর মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে আছে
রাবিপ্রবি’তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী