শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরাকে আটকের প্রতিবাদ
ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরাকে আটকের প্রতিবাদ

মাটিরাংগা প্রতিনিধি :: ২৫ সেপ্টেম্বর : ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা দেবদন্ত ত্রিপুরাকে আটকের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মাটিরাংগার গোমতি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সমর্থীত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)৷ ইউপিডিএফ’এর মাটিরাঙ্গা উপজেলা বার্তা বিভাগের একটি প্রেস বিজ্ঞপ্তির বরাততে দিয়ে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পিসিপি মাটিরাংগা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার গোমতি ইউনিয়নের অদুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷ বিক্ষোভ সমাবেশে পিসিপি’র মাটিরাংগা উপজেলা শাখার সভাপতি অমল ত্রিপুরার সভাপতিত্বে ও সদস্য সুরেশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইউপিডিএফ মাটিরাংগা উপজেলা ইউনিটের সংগঠক সুইমং মারমা, আমতলী ইউপি মেম্বার জলাত্কার ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি জনি ত্রিপুরা, পিসিপি গুইমারা থানা শাখার সাংস্কৃতিক সম্পাদক উক্রাসিং মারমা ও গোমতি ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক ধনসা ত্রিপুরা ৷ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে বাধাসৃষ্টি করতে সেনাবাহিনী ইউপিডিএফের উপর দমন-পীড়ন চালাচ্ছে ৷ এর অংশ হিসেবে একের পর এক ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও সমর্থকদের গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে ৷ দমন-পীড়নের পাশাপাশি সেটলারদের দিয়ে পাহাড়িদের জায়গা-জমি বেদখলের চক্রান্ত চলছে বলেও করা হয় ৷ বক্তারা অবিলম্বে ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরার নিঃশর্তমুক্তি এবং সেনা নির্যাতন বন্ধ ও ভূমি বেদখল বন্ধের দাবি জানান ৷ আপলোড : ২৫ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.৪৯ মিঃ





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী