বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গফরগাঁওয়ে নলকূপের সেচ পাম্প বিস্ফোরিত হয়ে কৃষকের মৃত্যু
গফরগাঁওয়ে নলকূপের সেচ পাম্প বিস্ফোরিত হয়ে কৃষকের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের গফরগাঁওয়ে নলকূপের পানি সড়ানোর গর্তে পড়ে দেড় বছরের শিশু ইব্রাহিম এবং সেচ পাম্প বিস্ফোরিত হয়ে কৃষক জাহাঙ্গীর আলম (৩৫)’র মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁওয়ের জন্মেজয় গ্রামে নলকূপের পানি সড়ানোর গর্তে পড়ে শিশু ইব্রাহিম এবং মঙ্গলবার রাতে কৃষক জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু ইব্রাহীম তার মা আরিফা খাতুনের সাথে গত দু’দিন আগে নানা সোবহান মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সবার সবার অলক্ষ্যে ইব্রাহীম বাড়ির পাশের নলকূপের পানি সড়ানোর গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকেরা খোঁজাখুজির এক পর্যায়ে ইব্রাহীমের মরদেহ পানিতে ভেসে উঠতে দেখে।নিহত ইব্রাহীম গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের ওয়াসিমের ছেলে।
অপরদিকে গফরগাঁওয়ের বোরাখালীর চর গ্রামে সেচ পাম্প বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, গত শনিবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের বোরাখালীর চর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জমিতে সেচ দেয়ার জন্য সেলো ইঞ্জিন চালিত সেচ পাম্প চালু করতে যান। সেচ পাম্পটি চালু করতে গিয়ে পাম্পের লোহার হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে চালু করার সময় তা বিস্ফোরিত হলে অগ্নিদগ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার আরও অবনতি হলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু
মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি পরিবার সূত্র নিশ্চিত করেছেন।





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী