শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়ণগঞ্জে ‘তুই’ বইয়ের মোড়ক উম্মোচন করলেন এ্যাটর্নী জেনারেল
নারায়ণগঞ্জে ‘তুই’ বইয়ের মোড়ক উম্মোচন করলেন এ্যাটর্নী জেনারেল
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম বলেছেন,নতুন প্রজন্মের জন্য সবচেয়ে ভাল দিক হচ্ছে বই পড়া এবং সবচেয়ে খারাপ দিক হচ্ছে মাদক। কাজেই মাদক থেকে তাদেরকে মুক্ত রাখা গেলেই বইয়ের প্রতি তাদের মনোনিবেশ চলে আসবে। গতকল শুক্রবার বিকেলে আন্তজাার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দ্দী উদ্যেনে বাংলা একাডেমি আয়োজিত একুশের বই মেলার ২২তম দিবসে মেলার অভ্যন্তরে নারায়ণগঞ্জের তরুন লেখক তথা প্রেমের কবি ইকবাল হোসেন রোমেছ’র কাব্যগ্রন্থ ‘‘তুই’’র মোড়ক উম্মোচন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধক মাহবুবে আলম আরো বলেন,বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ অতিবাহিত হচ্ছে। তথ্য প্রযুক্তির ব্যবহার যতই বিস্তৃত হোকনা কেনো বই পাঠের প্রচলন সব সময়ই থাকবে। যত বই প্রকাশ হবে ততো লেখক সৃষ্টি হবে যতো লেখক সৃষ্টি হবে ততো পাঠকও সৃষ্টি হবে। আমি মনে করি তথ্য
প্রযুক্তির কারণে বই পড়ার বিষয়টি হৃাস পায়নি বরং পরিবেশগত কারণে মানুষ আজকাল বইয়ের প্রতি আগ্রহ হারাচ্ছে। আমাদেরকে বই পড়ারপরিবেশ সৃষ্টি করতে হবে। হারুন অর রশীদ সাগরের সঞ্চালনায় মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিমানের ইমিগ্রেশন অফিসার প্রিন্স এ ওয়াকি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন লেখক-ছড়াকার ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আনোয়ারুল হক,লেখক-গল্পকার মোঃ সালাউদ্দিন আমির,টিভি অভিনেতা মো. মাসুদ রানা,নাফিসা আক্তার সোনালী,চ্যানেল জিরো’র ক্যামেরা পার্সন মো. আল আমিন ও তরিক হোসেন বাপ্পী।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধণ অটুট রাখতে হবে : সাইফুল হক