সোমবার ● ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে না ফিরলে কঠোর ব্যবস্থা : আইজিপি
মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে না ফিরলে কঠোর ব্যবস্থা : আইজিপি
ময়মনসিংহ প্রতিনিধি :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ময়মনসিংহ সফরে এসে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, মাদক ব্যবসায়ী, গডফাদার ও মাদক সম্পৃক্তদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। মাদক ছেড়ে কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তাহলে তাদের সুযোগ দেয়া হবে। আর মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে না আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ সোমবার ৪ মার্চ দুপুরে শহরের পুলিশ অফিসার্স মেস-১’র জেলা পুলিশের ৯ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে ময়মনসিংহ শহরের সার্কিট হাউজ রোডে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে এসব কথা বলেন। তার আগে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি সড়কপথে ময়মনসিংহে এসে পৌঁছান।
এই সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাছ উদ্দিন ভূঞা, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ ময়মনসিংহ বিভাগের সকল পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আইজিপি ময়মনসিংহে পুলিশ সুপার (এসপি) অফিসের বহুতল ভবন, পুলিশ লাইন্স ব্যারাক ভবন-২, পুলিশ অফিসার্স মেস-১ ও পারফরম্যান্স ইভালুয়েশন সফটওয়্যার উদ্বোধন করেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ১২ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে পুলিশ অফিসার মেস থেকে ২ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে পুলিশ টেলিকম ভবন, ১ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে পাগলা থানার অফিসার ইনচার্জের কোয়ার্টার, ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে পাগলা থানার অফিসার্স ডরমেটরী, ৩ কোটি ৫৬ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে পুলিশ লাইন্সে মাল্টি পারপাস ড্রিল শেড এবং ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পুলিশ হাসপাতাল ডরমেটরি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ ছাড়াও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়মনসিংহ জেলা ও রেঞ্জ পুলিশের বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে জেলার বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ সন্ধ্যায় পুনাক ময়মনসিংহের আয়োজনে পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করার কথা রয়েছে আইজিপির।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই