সোমবার ● ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » সিরাজগঞ্জে ভুমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৫: ভবনে ফাটল
সিরাজগঞ্জে ভুমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৫: ভবনে ফাটল

সিরাজগঞ্জ প্রতিনিধি:: ভুমিকম্পের সময় সিরাজগঞ্জের বেলকুচিতে আতঙ্কিত হয়ে আবুল কাসেম (৪০) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে৷ সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে৷ এছাড়াও ভুমিকম্পের সময় কয়েকটি স্থানে আরও ৫জন আহত হয়েছে এবং শহরের দুটি আবাসিক ভবনে ফাটল দেখা দিয়েছে৷
বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস ও স্থানীয়রা জানান, ভোর রাতে ভুমিকম্পের সময় আতংকিত হয়ে ছোটাছুটি করতে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল কাসেম ঘটনাস্থলেই মারা যান৷ এদিকে, ভূমিকম্পের সময় আতংকিত হয়ে নিজবাড়ীর দোতলা ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ায় সোহেল নামে এক যুবকের পা ভেঙ্গে গেছে৷ সে বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে৷ অপরদিকে, সিরাজগঞ্জ পৌর এলাকার একটি ছাত্রবাসের হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪ ছাত্র আহত হয়েছে৷ এছাড়াও ভুমিকম্পে পৌর এলাকার থানবান্ধি জেসি রোডের মৃত জসিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের ও মুসা শেখের একতলা ২টি ভবনে ফাটল দেখা দিয়েছে৷
জেলা প্রশাসক বিলস্নাল হোসেন জানান, উপজেলাওয়ারী ৰয়ৰতির বিষয় নিরূপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে৷ এখনও পুর্নাঙ্গ প্রতিবেদন পাওয়া যায়নি৷ তবে বেলকুচিতে আতঙ্কে মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান