শনিবার ● ৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » হালুয়াঘাটে চাঁদাবাজির মামলায় চেয়ারম্যান গ্রেফতার
হালুয়াঘাটে চাঁদাবাজির মামলায় চেয়ারম্যান গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের হালুয়াঘাটে চাঁদাবাজির মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইরাদ হোসেন সিদ্দিকীকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারের সময় চেয়ারম্যানের সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করার পাশাপাশি পুলিশের সঙ্গে থাকা সিএনজি ভাঙচুর ও সিএনজির চালক হাফিজুরকেও মারধর করে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) গভীর রাতে হালুয়াঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইরাদ হোসেন সিদ্দিকী হালুয়াঘাট উপজেলার ১২নং স্বদেশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ চারটি মামলার গ্রেফতরি পরোয়ানা ছিল বলে পুলিশ জানায়।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম তালুকদার জানান, চেয়ারম্যান ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ চারটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেফতার করতে যায় পুলিশ। এ সময় হালুয়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল চন্দ্র সরকার, উপ-পরিদর্শক (এসআই) শামসুর রহমান ও কনস্টেবল বেলাল হোসেনের ওপর চেয়ারম্যানের সহযোগীরা হামলা চালান। সেইসাথে পুলিশের সঙ্গে থাকা সিএনজি ভাঙচুর ও সিএনজির চালক হাফিজুরকেও মারধর করা হয়।
পরে আহত ওই তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নেন। আহত অবস্থায় সিএনজিচালক হাফিজুরকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দ্রুত খবর পেয়ে ওসি জাহাঙ্গীর আলম তালুকদার অতিরিক্ত পুলিশ নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে চেয়ারম্যান ইরাদ সিদ্দিকীকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানো ও ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি জাহাঙ্গীর।





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী