মঙ্গলবার ● ৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল
ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচনে ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর আগামী ৫ মে প্রথম নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মেয়র পদে ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ৭১ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ৮ এপ্রিল সকাল থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান।
মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা সরকার ও জাপা নেতা স্বপন মন্ডল এবং বিশ্বজিৎ ভাদুরি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মসিক নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৮ এপ্রিল, ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ মে।
উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন ও ভোট কেন্দ্র ১২৭টি। এ নির্বাচনে সব কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।





শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন