মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশে টিভি চ্যানেলগুলোর মালিক কারা ও কোন দলের অনুসারী জেনে নিন
বাংলাদেশে টিভি চ্যানেলগুলোর মালিক কারা ও কোন দলের অনুসারী জেনে নিন

অনলাইন ডেক্স :: বর্তমান সরকারের সময়ে বেশ কিছু টিভি চ্যানেল লাইসেন্স পেয়েছে। সরকারের ৩টি টিভি চ্যানেল ছাড়াও বেশ কিছু বেসরকারী চ্যানেল সম্প্রচারে রয়েছে। আবার কিছু চ্যানেল বন্ধ রয়েছে। আসুন জেনে নেই, কোন টিভি চ্যানেলের মালি কে? এবং এরা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত।
১) ইনডিপেনডেন্ট টিভি: সালমান এফ রহমান, ব্যবসায়ি ও আওয়ামী লীগের অনুসারী।
২) ৭১ টিভি: সাংবাদিক মোজাম্মেল বাবু ও মেঘনা গ্রুপ, ব্যবসায়ি ও আওয়ামী লীগের অনুসারী।
৩) দেশ টিভি: সাবের হোসেন চৌধরী চৌধুরী এমপি কিন্তু চালাচ্ছেন আসাদুজ্জামান নুর, আওয়ামী লীগের বর্তমান মন্ত্রী।
৪) বৈশাখী টিভি: ব্যবসায়ি গ্রুপ ডেসটিনি, কিন্তু চালাচ্ছেন সাংবাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল,
৫) গাজী টিভি: গাজী গোলাম দস্তগীর এমপি, আওয়ামী লীগের অনুসারী।
৬) বাংলাভিশন: সব চাইতে বেশি শেয়ার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার, বিএনপির অনুসারী।
৭) চ্যানেল আই: ফরিদুর রেজা সাগর (সাংকৃতিক কর্মী)
৮) এটি এন বাংলা: মাহফুজুর রহমান। চালাচ্ছেন সাংবাদিক জ. ই. মামুন, আওয়ামী লীগের অনুসারী।
৯) এটিএন নিউজ: চালাচ্ছেন মুন্নী সাহা, আওয়ামী লীগের অনুসারী।
১০) মোহনা টিভি: কামাল মজুমদার এমপি, আওয়ামী লীগের অনুসারী।
১১) সময় টিভি: আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই, আওয়ামী লীগের অনুসারী।
১২) চ্যানেল ২৪: হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, ব্যবসায়ি।
১৩) এন টিভি: মোসাদ্দেক আলী ফালুর, বিএনপির অনুসারী।
১৪) দিগন্ত টিভি: জামাত নেতা মীর কাশেম আলী, জামায়াতের অনুসারী, এটি এখন বন্ধ রয়েছে।
১৫) ইসলামিক টিভি: খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার, বিএনপির অনুসারী, এটিও এখন বন্ধ আছে।
১৬) বিটিভি: সরকারি টিভি।
১৭) চ্যানেল ১: এখন বন্ধ। মালিক ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও গিয়াসুদ্দিন মামুন।
১৮) আরটিভি: বেঙ্গল গ্রুপের মোরশেদুল ইসলামি এমপি ও ব্যবসায়ি।
১৯) এস এ টিভি: এস এ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমদ, ব্যবসায়ি।
২০) চ্যানেল ৯: বিএনপি ঘরনার এনায়েতুর রহমান বাপ্পি ও আওয়ামী লীগের সৈয়দ আশরাফের ভাবী।
২১. একুশে টিভি: এস আলম গ্রুপের, ব্যবসায়ি। আওয়ামী লীগের অনুসারী
২২) মাছরাঙ্গা টিভি: স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, ব্যবসায়ি।
২৩) মাই টিভি: নাসির উদ্দিন সাথী, আওয়ামী লীগের অনুসারী।
২৪) যমুনা টিভি: যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল, ব্যবসায়ি।
২৫) দিপ্ত টিভি: কাজী মিডিয়া লিমিটেডের মালিক কাজী জাহেদুল হাসান, ব্যবসায়ি।
২৬) এশিয়ান টিভি: এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন-উর রশীদের মালিকানাধীন এশিয়ান টেলিকাস্ট লিমিটেড (এশিয়ান টিভি)। এশিয়ান টিভি বড় শেয়ার কিনেছে ওয়ালটন গ্রুপ।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা