শনিবার ● ১৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীর অভিযোগে নিজ মেয়ের ধর্ষক জন্মদাতা বাবা গ্রেফতার
স্ত্রীর অভিযোগে নিজ মেয়ের ধর্ষক জন্মদাতা বাবা গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীর অভিযোগে ঔরসজাত নিজ মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবা নামের নরপশু আলাল হুদা আলাল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। আর ঔরসজাত নিজ মেয়েকে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠছে উপজেলার কুড়িপাড়া গ্রামের মানুষজন।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের অটো চালক ছিল আলাল হুদার তিন মেয়ে। বড় মেয়ে স্থানীয় হাই স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। এই মেয়েকে গত সাত মাস ধরে নানাভাবে জোর পূর্বক ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল বাবা আলাল হুদা। মেয়ের আকুতির পরও থেমে থাকেনি সে। পরে শিশুটি ঘটনাটি তার মাকে জানায়। এ জগণ্য ঘটনার প্রতিবাদ করে মা। এতে ক্ষিপ্ত হয়ে মা ও মেয়ে দু’জনকেই বিভিন্ন সময় মারধর করে অভিযুক্ত আলাল হুদা। এ অবস্থায় অসহায় হয়ে নিরবে সহ্য করতে থাকে মা ও মেয়ে।
এর পরও ১১ বছরের মেয়েকে ধর্ষণ করা থেকে বিরত হয়নি সে। কোনো পথ না দেখে সাতদিন আগে মেয়েদেরকে নিয়ে পালিয়ে যায় অসহায় মা। পরে আবারো স্বামী আলাল হুদা অনুরোধে গতকাল শুক্রবার (১২ এপ্রিল) বাড়িতে ফিরে আসে সে। এর পরও স্বামীর মতলব খারাপ দেখে স্থানীয় ইউপি সদস্য মনোয়ারাকে বিষয়টি খুলে বলেন স্কুল ছাত্রী ভিকটিমের মা।
ওই ইউপি সদস্য ঘটনা জানার পর বিষয়টি শুক্রবার (১২ এপ্রিল) সন্ধার দিকে মুক্তাগাছা থানা পুলিশকে অবহিত করেন। পরে গতকাল শুক্রবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে অভিযুক্ত আলাল হুদাকে গ্রেফতার করে পুলিশ।
ভিকটিমের মা বলেন, মেয়ের সর্বনাশ দেখে সে আর ন্থির থাকতে পারেনি। কোনো উপায় না দেখে স্থানীয় ইউপি সদস্যকে জানাতে বাধ্য হই। তার মেয়ের সর্বনাশকারী স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ধর্ষণের ঘটনার জানার পর তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে ধর্ষককে আটক করা হয়। এ ব্যাপারে ভুক্তভোগী মেয়েটি পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে এবং অভিযুক্ত হুদাও বিষয়টি স্বীকার করেছেন। পরে ওই মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের হয়েছে।





আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং