বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রাম কারাগারের ভিতরে দুই কারাবন্দীর মারামারিতে অমিত মুহুরী নিহত
চট্টগ্রাম কারাগারের ভিতরে দুই কারাবন্দীর মারামারিতে অমিত মুহুরী নিহত
চট্টগ্রাম কারাগারের ভেতর রিপন নাথ নামে অন্য এক কয়েদির ইটের আঘাতে অমিত মুহুরী নিহত হয়।
জানা যায় ২৯ মে বুধবার রাত ১০ টার দিকে ৩২ নাম্বার সেলে রিপন নাথ নামের আরেক বন্দির সাথে মারামারি করার সময় রিপনের ‘ইটের’ আঘাতে মাথায় গুরুতর আহত হন অমিত। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১ টার দিকে মারা যায় বলে চিকিৎসরা জানান ।
জানা গেছে, অমিত মুহুরীর বন্ধু এবং যুবলীগ কর্মী ইমরানুল করিম হত্যা মামলায় যুবলীগ নেতা অমিত মুহুরী দীর্ঘদিন ধরেই কারাগারে রয়েছে।২০১৭ সালের ১৩ আগস্ট চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার রানীর দিঘি এলাকা থেকে একটি ড্রাম উদ্ধার করে পুলিশ। প্রথমে বোমা রয়েছে ভাবা হলেও ড্রাম কেটে ভেতরে লাশ উদ্ধার করা হয়। লাশ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। পরে এ ঘটনার তদন্ত করতে গিয়ে ৩১ আগস্ট ইমাম হোসেন ও শফিকুর রহমান নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, ড্রামের ভেতরে পাওয়া লাশটি অমিতের বন্ধু নগর যুবলীগের কর্মী ইমরানুল করিমের। ৯ আগস্ট নগরের নন্দনকানন হরিশ দত্ত লেনের নিজের বাসায় ইমরানুলকে ডেকে নেন অমিত। এরপর বাসার ভেতরেই তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় ২০১৭ সালের ২ সেপ্টেম্বর অমিতকে কুমিল্লা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, অমিতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ ১৫টি মামলা রয়েছে।





নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ