মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » জাতীয় » অন্যায়ের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ান : ব্যারিষ্টার সুমন
অন্যায়ের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ান : ব্যারিষ্টার সুমন
ষ্টাফ রিপোর্টার :: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত গত মার্চ মাসে তার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলে ওসি মোয়াজ্জেম তাকে থানায় ডেকে জবানবন্দি নিয়ে ছিলেন। তার কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে সারাদেশে আলোচনা শুরুর হয়। তখন ওই জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগ উঠে ওসি মোয়াজ্জেম ওই ভিডিও বেআইনিভাবে ধারণ করে ফেসবুকে ছেড়ে দিয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ১৬ জুন বিকেলে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ফেইসবুক লাইভে এসে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আপনাদের জন্য একটা সুখব নিয়ে এসেছি। সেই ওসি মোয়াজ্জেমকে পুলিশ গ্রেফতার করেছে। গত এক সপ্তাহ ধরে আমরা অপেক্ষায় ছিলাম কবে গ্রেফতার হবে। পুলিশ তাকে গ্রেফতার করে প্রমাণ করেছে, অপরাধী যেই হোক পার পাবে না। এ জন্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন পুরো প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমি অন্যায়ের বিরুদ্ধে হবিগঞ্জ থেকে ডাক দিয়েছি। আপনারা যদি সবাই সবার স্থান থেকে ডাক দেন তাহলে আর কেউ অপরাধ করে পার পাবে না। তিনি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে রুখে দাঁড়ানোর আহবান জানান।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা