সোমবার ● ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন : আটক-১
বান্দরবানে পুলিশ কনস্টেবল পদে চাকরির প্রলোভন : আটক-১
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রলোভন দেখানোর অভিযোগে বান্দরবানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম তার নাম মো.মারুফ (৩০)। গত কয়েকদিন ধরে তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে আসছিলেন।
জানা যায়, রোয়ংছড়ি ও লামা উপজেলার বিভিন্ন বিভিন্ন জায়গায় কনস্টেবল প্রার্থীদের কাছে সাত লাখ টাকায় কনস্টেবল পদে নিয়োগ দেয়ার প্রলোভন দিয়ে আসছিল ওই মো. মারুফ।
বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, কনস্টেবল পদে চাকরি প্রলোভন দেখানোর অভিযোগ আসার পর মারুফ নামের ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, পুলিশ নিয়োগে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে এবং প্রতারকদের বিষয়ে আমরা গোয়েন্দা নজরদারী বাড়িয়েছি।
উল্লেখ্য, বান্দরবানে পুরুষ ও মহিলা কনস্টেবল পদে মোট ৫০ জনকে নিয়োগ দিতে সোমবার পুলিশ লাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন