সোমবার ● ২৪ জুন ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » আবারো সভাপতি নির্বাচিত হওয়ার পথে রফিকুল ইসলাম
আবারো সভাপতি নির্বাচিত হওয়ার পথে রফিকুল ইসলাম
মাটিরাঙ্গা প্রতিনিধি :: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে ভোটারদের জরিপে দ্বিতীয় বারের মতো মো. রফিকুল ইসলাম সভাপতি পদে নির্বাচিত হওয়ার পথে এগিয়ে রয়েছেন ।
কে হতে যাচ্ছেন আগামী মেয়াদে মাটিরাঙ্গার এই শীর্ষ ব্যবসায়ী সংগঠনের অভিভাবক ? তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৫ জুন সন্ধ্যা পর্যন্ত। তবে এই প্রতিনিধির নিজস্ব জরিপে অংশ গ্রহনকারী সমিতির বিভিন্ন ভোটার, নির্বাচনী বিশ্লেসনে ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা মো. রফিকুল ইসলামকে-ই এগিয়ে রাখছেন নির্বাচনী মাঠে।
অভিজ্ঞ ব্যবসায়ীরা মনে করেন, বিগত মেয়াদে সভাপতি পদে অন্যান্য যারা দায়িত্বপালন করেছিলেন তাদের মতোই বর্তমান সভাপতির সাংগঠনিক কর্মকান্ড সন্তোষ জনক। এ ছাড়া মোঃ রফিকুল ইসলামের রয়েছে বাংলাদেম আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জনপ্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা ও সংগঠনটি পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা।
তিনি এর আগে সাধারণ সম্পাদক পদে দুই মেয়াদে ৪ বছর ও সভাপদি পদে ৩ বছর ব্যবসায়ীদের পাশে থেকে নানা সমস্যা সমাধানে কাজ করেছেন। সবসময় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে নিঃস্বার্থবান থেকেছেন। উপজেলার বর্তমান অবস্থা ও আগামী ৫ বছরের পথ পরিক্রমা বিবেচনায় এ কথা বলার অপেক্ষা রাখে না যে- অভিজ্ঞতা, যোগ্যতা ও ব্যবসায়ী বান্ধব মানসিকতার বিচারে এবারও সভাপতি পদে তিনিই বিজয়ের মাল্য পরিধানের গৌরব অজর্নে এগিয়ে রয়েছেন।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী