রবিবার ● ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের আশ্বাসে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের আশ্বাসে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
বিশ্বনাথ প্রতিনিধি :: জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। প্রশাসনের পক্ষ থেকে সড়কটি দ্রুত সংস্কার করার আশ্বাস দিলে ৬ঘন্টা সড়কে বাস চলাচল বন্ধ থাকার পর আজ রবিবার দুপুর ১২টা থেকে আবারো বাস চলাচল শুরু হয়েছে।
বাস-চলাচল বন্ধ সিদ্ধান্ত প্রত্যাহারের সত্যতা স্বীকার করে রবিবার দুপুরে বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গেরকাছ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন, আজকের (রবিবার) মধ্যে প্রশাসন বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বড় বড় গর্তগুলো মেরামত করে দেয়ার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে সড়কে প্রায় ৬ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বিশ্বনাথ উপজেলা অংশে গর্ত ভরাট কাজ করা হলেও জগন্নাথপুর উপজেলার অংশে কোন সংস্কার কাজ হচ্ছে না। ফলে গর্তে ভরা সড়ক বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বাস চলাচল করা অনেক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। তাই সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তার কারণে এবং যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় গতকাল শনিবার পরিবহন শ্রমিকরা ওই সড়কে রবিবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই