বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গুরুদাসপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ সহ আহত ৮
গুরুদাসপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ সহ আহত ৮

গুরুদাসপুর প্রতিনিধি :: গুরুদাসপুর উপজেলার ধারাবারিষার নয়াবাজারে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও উপজেলা ছাত্রলীগ সম্পাদক মন্ডল মেহেদী হাসান গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪জন গুলিবিদ্ধ সহ ৮ জন গুরুতর আহত হয়েছে৷
স্থানীয় সুত্রে জানা যায়, সংঘর্ষের সময় ২ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে৷ পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আওয়ামীলীগ নেতা ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের বাসভবনে সংবাদ সম্মেলন শেষে নয়াবাজারস্থ দলীয় কার্যালয়ে গেলে প্রতিপক্ষের শতাধিক কর্মি সমর্থক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে হামলা চালানোর সময় চেয়ারম্যান আব্দুল মতিন ও তার সহকর্মিরা কৌশলে পালিয়ে এলেও তার ভাতিজা আ.লীগ নেতা আব্দুল মজিদের ছেলে আলামিন হীরা, নুর আলী (৪০) ফালার আঘাতে গুরুতর আহত হয় এবং মিন্টু (২৪) নামের জনৈক পথচারী গুলিবিদ্ধ হয়৷ এছাড়াও ওই সময় মনি (৩৫) ও বিল্টু (৩৬) নামের ২ জন আহত হয়৷ সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ নেতা গ্রুপের রাশিদুল (২৬), বাবলু (৩১) ও মিন্টু (২৭) গুলিবিদ্ধ হয়৷ এদের মধ্যে আলামিন হীরা, নুর আলী ও মিন্টুকে গুরুদাসপুর হাসপাতালে চিকিত্সাধীন নিলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় আলামিন হীরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন৷
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করলে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মন্ডল মেহেদী হাসানের নেতৃত্বে হামলাকারীরা আমাদের ছেলেদের মারপিট সহ অফিস ভাংচুর করেছে৷
উল্লেখ্য, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে পুলিশ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয় এবং ওই সময় প্রায় আধাঘন্টা যাবত্ বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরুদ্ধ ছিল৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪