বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ২৩ দিন পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু
২৩ দিন পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু
গাইবান্ধা প্রতিনিধি :: কাউনিয়া-গাইবান্ধা-বোনারপাড়া-সান্তাহার রুটে ২৩ দিন পর রাজধানী ঢাকার সাথে আজ বৃহস্পতিবার সরাসরি ট্রেন চলাচল চালু হয়েছে। গত ১৬ জুলাই থেকে বন্যার পানির তোড়ে গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ১ হাজার ফুট রেল লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গত ২ আগস্ট শুক্রবার বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেন এবং জরুরী ভিত্তিতে রেল লাইন মেরামতের উপর গুরুত্বারোপ করেন। সেসময় গাইবান্ধায় সাংবাদিকদের সম্মুখে ঘোষণা করেছিলেন আসন্ন ঈদুল আজহার পূর্বে ৮ জুলাই থেকে যে কোনমূল্যে উত্তরাঞ্চলের সাথে লালমনিরহাট-সান্তাহার রুটে রেল যোগাযোগ পুনঃ স্থাপিত করা হবে। অতঃপর রেল মন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত মেরামত কাজ সম্পন্ন হয় এবং তাঁর ঘোষিত নির্দিষ্ট দিন থেকেই সরাসরি ট্রেন চলাচল পুনঃ স্থাপিত হয়।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন করেন এবং মেরামত কাজ সার্বক্ষনিক তত্ত্বাবধান করেন। রেলওয়ে সুত্রে জানা গেছে, গাইবান্ধার আপ স্টেশন ত্রিমোহিনী-বাদিয়াখালী-বোনারপাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ফুট রেলের মাটি সরে গেছে। এতে করে রেলওয়ের ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতি হয়।
গাইবান্ধায় পুলিশের হাত থেকে আসামি ছিনতাই : আটক-২
গাইবান্ধা :: গোবিন্দগঞ্জ উপজেলার গ্রেফতারকৃত একাধিক মামলার আসামি চিনু মিয়াকে তার সন্ত্রাসী সহযোগিরা পুলিশের হাত থেকে হাতকড়া অবস্থায় ছিনতাই করে নিয়ে গেছে। শুক্রবার রাত ১০টায় দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর সাতারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা গেছে, দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর সাতারপুর গ্রামের চিনু মিয়া নাশকতা, ছিনতাই, রাহাজানি, জ্বিনের বাদশা, মাদকসহ ১৮টি মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এএসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে চিনু মিয়াকে গ্রেফতার করে হাতকড়া পড়িয়ে মোটর সাইকেলে থানায় নিয়ে আসার সময় পথিমধ্যে তার সন্ত্রাসী সহযোগি ও আত্মীয়স্বজনরা পুলিশকে ঘেরাও করে তাকে ছিনিয়ে নেয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ৩ রাউন্ড গুলি ছোড়ে এবং ছিনতাইকারি সহযোগিদের মধ্যে নুরে আলম ও তার চাচাত ভাই তাজনুরকে আটক করে। সুযোগ বুঝে হাতকড়া অবস্থাতেই চিনু মিয়াকে নিয়ে অন্যান্য সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ আসামি ছিনতাইকারিদের ব্যবহৃত ২টি মোটর সাইকেল উদ্ধার করে। এ ঘটনায় এএসআই সাইফুল ইসলাম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় আসামি ছিনতাই ও রাহাজানির মামলা দায়ের করেছে। এদিকে পুলিশ পলাতক আসামি চিনু মিয়াকে পুনঃরায় আটক করার জন্য ব্যাপক অভিযান শুরু করেছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ