রবিবার ● ১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে তৃতীয় লিঙ্গের সুমি খাতুনের পৈতৃক জমি জবর দখলের অভিযোগ
গোবিন্দগঞ্জে তৃতীয় লিঙ্গের সুমি খাতুনের পৈতৃক জমি জবর দখলের অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি :: গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের প্রয়াত ফেলু ফকিরের তৃতীয় লিঙ্গের সন্তান সুমি খাতুন ওরফে খাজার পৈতৃক ১৩ একর ৫ শতক জমি ও বসতবাড়ি সন্ত্রাসী কায়দায় জবর দখল করে নিয়েছে প্রয়াত দুলা মিয়ার ৫ সন্তান। বসতবাড়ি ও জমাজমি হারিয়ে এবং সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে সুমি খাতুন বাড়িঘর ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। এব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি।
রবিবার গাইবান্ধা প্রেস ক্লাবে গোবিন্দগঞ্জের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আয়োজিত সংবাদ সম্মেলনে সুমি খাতুন ওরফে খাজা লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তার দাদা মানিক উল্যাহ এর ৩৫৪, ৩৬০ ও ৪৬৯ খতিয়ানের ২৩টি দাগে ১৩ একর ৫ শতক জমির মালিক ছিলেন। তার সন্তানরা নাবালক থাকায় এ সমস্ত জমি চাষাবাদ করার জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের দরিদ্র দুলা মিয়াকে বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেয়। সুযোগ বুঝে লোভী এবং সন্ত্রাসী প্রকৃতির দুলা মিয়া তার আশ্রয়দাতা মানিক উল্যাহকে ১৯৩৭ সালে গলা কেটে হত্যা করে। এসময় সুমির পিতা ফেলু ফকিরের বয়স ছিল মাত্র ৫ বছর। পলাশবাড়ি উপজেলার হরিণাবাড়ি গ্রামের জাহা বকস এর স্ত্রী ফুপু বাচ্চানি বেগম তার বাড়িতে ফেলু ফকিরকে লালন পালন করে।
এই সুযোগে সুমি খাতুনের পিতা ফেলু ফকিরের পৈতৃক সুত্রে প্রাপ্ত জমিজমা ও বসতবাড়ি দুলা মিয়া জবর দখল করে নেয় এবং নিজের জমাজমি ও বসতবাড়ি আখ্যায়িত করে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। পরে আকস্মিকভাবে তার মৃত্যু হলে তার সন্তান আব্দুর রশিদ, সাজু মিয়া, তারা মিয়া, আলতাফ ও আতোয়ার জবর দখল করে রাখে এবং ওই সম্পত্তি ও বসতবাড়ি থেকে ফেলু ফকিরের একমাত্র সন্তান সুমি খাতুনকে বঞ্চিত করে। এছাড়া ওই বাড়িতে ঢুকলে বা তার সম্পত্তি দাবি করলে তারা সুমি খাতুনকে জীবননাশের হুমকি দেয়। সুমি এখন সন্ত্রাসীদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে মানবেতর জীবন যাপন করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অহনা আকতার, মুন্নি খাতুন, তরী খাতুন, বরি খাতুন, রিংকি খাতুন।
অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগে গ্রেফতার-২
গাইবান্ধা :: প্রেমের প্রস্তাবে ব্যর্থ হওয়ায় গাইবান্ধার পলাশবাড়িতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর ছবি দিয়ে গানের পর্নো ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ২ বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামের স্বপন সরকার ও তার সহযোগী ইমরান হাসান।
পলাশবাড়ি থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা তুলসীঘাটের লাইট হাউস নামের একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (সুবর্ণা) কে প্রেম নিবেদন করে পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামের বখাটে স্বপন সরকার ও তার সহযোগী ইমরান হাসান। মেয়ের পিতা আইয়ুব আলী বলেন, তার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওই দুই বখাটে প্রেমের প্রস্তাব দিতো। বখাটে দুজনের উৎপাতে মেয়ের পিতা আইয়ুব আলী মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দেন। ফলে বখাটেদের অত্যাচারে সে তার ওই মেয়েকে বাধ্য হয়েই বাল্য বিবাহ দেন। কিন্তু এতে ওই দুই বখাটে মেয়ে ও তার পিতার উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তারা ওই মেয়ের বিয়ের সময়ের ছবি তুলে নিজের ছবির সাথে অশ্লীল ভঙ্গির সেই ছবিগুলো এডিট করে ফেসবুকে গানের সাথে পোষ্ট করে।
এব্যাপারে মেয়ের পিতা আইয়ুব আলী বাদী হয়ে পলাশবাড়ি থানায় মামলা দায়ের করলে পলাশবাড়ি থানা পুলিশ ওই বখাটেদের গ্রেফতার করে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ