বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » কাল রাজধানীতে খেতমজুর ইউনিয়নের জাতীয় কাউন্সিল
কাল রাজধানীতে খেতমজুর ইউনিয়নের জাতীয় কাউন্সিল
ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে শুক্রবার ঢাকায় জাতীয় কাউন্সিলে আসছে খেতমজুর ইউনিয়নের নেতা-কর্মীরা।
আগামীকাল রাজধানীতে ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের তোপখানা রোডের বিএমএ ভবন প্রাঙ্গণে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধন হবে।
সারাদেশ থেকে খেতমজুর আন্দোলনের প্রতিনিধিরা এই কাউন্সিলে অংশগ্রহণ করবেন। খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিভিন্ন শ্রেণী পেশার জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। উদ্বোধনী অধিবেশন শেষে বর্ণাঢ্য র্যালি ঢাকার বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করবেন।
বিকালে সেগুনবাগিচায় স্বাধীনতা হলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে খেতমজুরদের আন্দোলনের আগামী দিনের কর্মসূচিসহ পরবর্তী নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
খেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবীসহ সারাবছর কাজ ও বাঁচার মতো মজুরি দেয়ার দাবিতেও অনেক দরিদ্র মানুষ কাউন্সিলে আসছে। গ্রামের গরিব মানুষদের জন্য স্বল্পমূল্যে রেশনিং চালুর দীর্ঘদিনের দাবিতে সোচ্চার হবেন সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়া গ্রামিণ প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম, লুটপাট, স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধের ব্যাপারে সংগ্রাম বেগবান করার ডাক দেয়া হবে ক্ষেতমজুরদের এ সমাবেশ থেকে। তবে বামজোটের দলগুলোর নেতা-কর্মীরা, বিশেষ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সক্রিয় সদস্য এবং প্রাক্তন নেতা-কর্মীরাও কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মেহনতি মানুষের সমাবেশে সংহতি জানাবেন বলে খবর পাওয়া যাচ্ছে।





রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে
আইন শক্তিশালীকরণের মাধ্যমে শতভাগ নিবন্ধন নিশ্চিত করতে হবে
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা