বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » শাস্তি দেয়া নয়, সড়কের শৃংখলার জন্যই আইন : বিশ্বনাথ পুলিশ সুপার
শাস্তি দেয়া নয়, সড়কের শৃংখলার জন্যই আইন : বিশ্বনাথ পুলিশ সুপার
ষ্টাফ রিপোর্টার :: সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন সম্পর্কে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে সিলেটের বিশ্বনাথে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে ও বিশ্বনাথ থানা পুলিশের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে র্যালী ও সভা অনুষ্ঠিত হয়।
থানা প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের নতুন বাজারস্থ লাইটেস স্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভাস্থলে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এসময় পুলিশের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাউকে শাস্তি দেয়া নয়, সড়কের শৃংখলার জন্যই আইন। জনগণকে ক্ষতিগ্রস্থ করা সরকারের উদ্দেশ্য নয়, আইন মেনে নিরাপদে সড়কে চলাচল করার জন্যই সবাইকে সচেতন করতেই আইন করেছেন সরকার। সড়কে চলাচলের ক্ষেত্রে আমাদের সন্তানরা যাতে নিরাপদে থাকে এবং যানবাহনের মালিক-চালক-হেলপারদের জীবিকার নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদানের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন শ্রমিক বান্ধব সরকার। গণবান্ধব সরকারের উদ্দেশ্য সুন্দর বাংলাদেশ বিনির্মান।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসার সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদ, মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী।
র্যালী ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য মিজানুর রহমান মিজান, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, অটোরিক্সা-অটোটেম্পু চালক শ্রমিক জোট-২০৯৭’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোটের সভাপতি ময়না মিয়া, বিশ্বনাথ-জগন্নাথপুর-সিঙ্গেরকাছ-টুকেরবাজার বাস শ্রমিক সমিতির সভাপতি ফজর আলী মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম ও সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রসুখ।





আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা