শুক্রবার ● ২৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » এক পাগলা কুকুড়ের কামড়ে আহত-৩০
এক পাগলা কুকুড়ের কামড়ে আহত-৩০
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় এক পাগলা কুকুড়ের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া, বিপ্রবগদিয়া ও নওয়াপাড়া গ্রামে। এর মধ্যে ১২ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আহতদের কয়েকজনের নাম জানা গেছে। এরা হলো-মাদ্রাসা ছাত্র জাহিদ (১৮), কলেজ ছাত্র সাইফুর ইসলাম (১৮), নুরুজ্জামান (১৫), পলাশ (১৪), নির্মল দাস (২৫) ও আবদুল মান্নান (৭০) প্রমুখ। আহতরা বর্তমানে শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
কালীগঞ্জে বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনপ্রিয় এন্টার প্রাইজের সামনে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মোঃ জোয়েব হোসেন শাকির (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব-৬ ও সিপিসি-২। সে সময় তার কাছ থেকে ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জোয়েব হোসেন শাকির যশোরের বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। সিপিসি-২, ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি পেশায় একজন ইজি বাইকের ব্যাটারীর ব্যবসায়ী। তিনি তার ব্যাটারীর ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ব্যবসা করে আসছে।
হরিণাকুন্ডুতে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা ও ছেলের দুলাভাইকে জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা আইনুদ্দিনকে ১৫ হাজার ও বরের দুলাভাই রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিজতোলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। তিনি জানান, ওই গ্রামের আইনুদ্দিন হোসেন তার নবম শ্রেণী পড়ুয়া কণ্যাকে গত ২৪ নভেম্বর জেলার সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে বাল্যবিবাহ দিয়েছেন। বৃহস্পতিবার ওই বিবাহের অনুষ্ঠান হচ্ছে এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্য বিবাহ দেওয়ার অপরাধে বাল্য বিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ১৫ হাজার টাকা ও সহযোগিতার অপরাধে ছেলের দুলাভাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কনের বাবা এ সময় ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবে না বলে মুচলেকা দেন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ