মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » বিশ্বাসযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ ছাড়া মানুষের আস্থা ফিরে আসবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিশ্বাসযোগ্য নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ ছাড়া মানুষের আস্থা ফিরে আসবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোন অবকাশ নেই। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের এই নির্বাচন কমিশনের প্রতি দেশের জনগণের কোন আস্থা নেই। কারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে যেয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন তার সম্মান ও মর্যাদা পুরোপুরি ভূলুন্ঠিত করেছে। গোটা নির্বাচনী ব্যবস্থাকে তারা তামাশায় পর্যবসীত করেছে। প্রস্তাবে বলা হয়, এই পরিস্থিতির বড় কোন পরিবর্তন ছাড়া যেকোন পর্যায়ে সুষ্ঠু নির্বাচনের কোন সুযোগ নেই। ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানেরও এখনও কোন পরিবেশ তৈরী হয়নি। স্থানীয় সরকারের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানেও সর্বাগ্রে সরকার ও নির্বাচন কমিশনকে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
সভায় গৃহীত আর এক প্রস্তাবে ভোটাধিকার প্রতিষ্ঠা, বর্তমান সংসদ বাতিল এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার প্রতিষ্ঠা করে অবাধ নির্বাচনের দাবিতে আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় গৃহীত আর এক প্রস্তাবে ডাকসু ভিপি নুরুল হক ও তার সহকর্মীদের উপর হামলাকারী কথিত ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ ও ছাত্রলীগের সকল সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়। সভার প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানানো হয়।
সভার প্রস্তাবে ২৫ ডিসেম্ব বড়দিন উপলক্ষে দেশের খ্রষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানানো হয়।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি