শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশনের প্রতি ভোটাদের কোন আস্থা-বিশ্বাস নেই : সাইফুল হক
নির্বাচন কমিশনের প্রতি ভোটাদের কোন আস্থা-বিশ্বাস নেই : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন সক্ষম নয়। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যেই তা বেরিয়ে এসেছে। কিভাবে অতীতে সিটি কর্পোরেশন নির্বাচনে জালিয়াতি হয়েছে তার বক্তব্যে সেটাও খানিকটা বেরিয়ে এসেছে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীন পাড়ার কোন ক্লাবের নির্বাচনও সুষ্ঠু করা সম্ভব কিনা তা নিয়েও গুরুতর সন্দেহ রয়েছে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের কোন আস্থা-বিশ্বাস নেই। সরকারি দলের অনুগত ভূমিকা পালন করতে যেয়ে যে নির্বাচন কমিশন গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে। নাগরিকদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সেই নির্বাচন কমিশনের কোন কথাই মানুষ বিশ্বাস করে না। গত ৩০ ডিসেম্বর নজিরবিহীন ভোট ডাকাতি ও দিনের ভোট রাতে অনুষ্ঠানের ব্যাপারে পরোক্ষ স্বীকারোক্তি এখনও তারা দেশবাসীর কাছে এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। নির্বাচন কমিশন ও ভোটের ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনতে বিশ্বাসযোগ্য ও কার্যকরি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থায় বর্তমান নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জাতীয় বা স্থানীয় সরকার এর কোন নির্বাচনই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবার কোন অবকাশ নেই।
আজ ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কমিটির সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, মোজাম্মেল হক, ইমরান হোসেন, জোনায়েদ হোসেন, হুমাউন মুজিব, সংগঠক মো. রিয়েল ও অনিমেষ দাস প্রমুখ।
সভায় সাইফুল হক আরো বলেন, ডাকসু ভিপি নুরুর হক ও তার ২৯ জন সহকর্মীর বিরুদ্ধে কথিত হত্যাচেষ্টা ও চুরির মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বলেন, প্রতিশোধাত্মকভাবে সরকারি ছাত্র সংগঠনকে দিয়ে হয়রানিমূলক এসব জঘন্ন মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। তিনি বলেন, সরকার ও সরকারি দলের ছাত্র সংগঠন এতটাই অসহিষ্ণু ও বেপরোয়া যে ছাত্রদের ভোটে নির্বাচিত ডাকসু ভিপিকেও তারা বরদাসত করতে পারছে না। তিনি অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে নুরু ও তার সহকর্মীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের সকলকে গ্রেফতার ও বিচার দাবি করেছেন।
সভায় গৃহীত আরেক প্রস্তাবে আগামী ৩০ ডিসেম্বর বাম গণতান্ত্রিক জোট আহুত ‘কালো দিবস’ এর কর্মসুচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সভায় গতরাতে কালসি কাউনিয়া বস্তিতে আগুনে ২ শতাধিক ঘর পুড়ে যাবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পুনর্বাসনের দাবি জানানো হয়।





ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার