মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে থার্টি ফার্ষ্ট উদযাপনে উচ্চ সাউন্ডে গান বাজানো থেকে বিরত থাকার ওসি’র আহবান
আত্রাইয়ে থার্টি ফার্ষ্ট উদযাপনে উচ্চ সাউন্ডে গান বাজানো থেকে বিরত থাকার ওসি’র আহবান
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে উন্মুক্ত বা বাড়ির ছাদে কোন অনুষ্ঠান, সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকতে বলেছেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন।
আজ মঙ্গলবার সকালে ওসি তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে বলেন, সন্ধার পর উন্মুক্ত স্থান বা বাড়ির ছাদে যে কোন ধরনের নাচ- গান ও ডিজে পার্টির আয়োজন থেকে বিরত থাকুন। যে কোন ধরনের আতশবাজি ও ফটকা ফুটানো উচ্চস্বরে র্হণ বাজানো সহ বিকট শব্দে ও বেপড়োয়া গতিতে গাড়ি, মটর সাইকেল চালানো পরিহার করতে বলেন তিনি।
খোলা পিকআপ, ভ্যানে সাউন্স সিষ্টেম লাগিয়ে পাড়া মহল্লায় ঘুরেঘুরে উচ্চ সাউন্ডে গান বাজানো সহ জননিরাপত্বা ও শান্তি- শৃঙ্খলা বিঘ্ন হয় এধরনের অপরাধ মূলক কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখুন।
তিনি আরো বলেন, ‘ইংরেজি নববর্ষ আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি বাংলা নববর্ষ। তবে বিশ্বায়নের যুগে আমরাও এর বাইরে নই। কিন্ত এই উদযাপন যেন অন্য কারও বেদনার কারণ বা বিরক্তি কারণ না হয়ে দাঁড়ায় সে দিকটিতে সবাইকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি। থার্টি ফার্ষ্ট নাইট উপলক্ষে জনসাধারণের র্নিবিঘ্নে চলাফেরা নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স ব্যাপক নিরাপত্তা মুলক প্রস্তুতি গ্রহণ করেছে।
সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ মতায়নের পাশাপাশি টহল ব্যাবস্থা জোরদার থাকবে এবং যেকোন ধরনের অনাকাংক্ষিত ঘটনা ও বিশৃংঙ্খলা এড়াতে গোয়েন্দা নজর দারিরতে পুলিশ তৎপর থাকবে। জননিরাপত্তা বিঘ্ন হয় এমন কিছু লক্ষনীয় হলে সাথে সাথে থানা পুলিশ কে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি মোসলেম উদ্দিন।





দেখা নেই সূর্যের, আত্রাইয়ে বেড়েছে শীতের তীব্রতা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
শুঁটকি উৎপাদনে ভাটা পড়েছে আত্রাইয়ের শুঁটকিপল্লী
আত্রাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
আত্রাইয়ে মাশরুম চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে শাহাজাদী
আত্রাইয়ে ট্রাকচাপায় সেনা সদস্যের মৃত্যু
আত্রাইয়ে মেধা যাচাই অনুষ্ঠিত
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন
প্রেমের টানে পাকিস্থানি তরুণী বাংলাদেশে