বুধবার ● ১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বিনামুল্যের পাঠ্যপুস্তক বিতরণ
কাউখালীতে বিনামুল্যের পাঠ্যপুস্তক বিতরণ
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় রাঙামাটির কাউখালী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে আজ বুধবার এক সাথে সকল শিক্ষার্থীদের হাতে বিনামুল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব-২০২০ পালন করা হয়।
বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উপলক্ষে কাউখালী সদরস্থ কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মরিুজ্জামান চৌধুরী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সীমা রানী সেন, কাউখালী ছিদ্দিক-ই-আকবর (রাঃ) দাখিল মাদ্রসার সুপার মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক,কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের,রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাংঘঠনিক সম্পাদক অভিমং চৌধুরী, যুবলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক,ছাত্রলীগ নেতা মোঃ সালাহ উদ্দিন মন্জু, ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি থুইশি প্রু মারমা প্রমুখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুন আক্তার। আলোচনাত্তোর কোমলমতি ছাত্র/ছাত্রীদের হাতে প্রধান অতিথি বিনামুল্যের পাঠ্যপুস্তক তুলে দেন।
পরে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়, কাউখালী ছিদ্দিক-ই-আকবর (রাঃ) দাখিল মাদ্রাসার,ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের হাতে প্রধান অতিথি হিসাবে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী বিনামুল্যের পাঠ্যপুস্তক তুলে দেন।
অপরদিকে একই সময়ে উপজেলার ৬৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে,৪টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়,৪টি কেজি স্কুল, ১৬টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়,১২টি উচ্চ বিদ্যালয়,৩টি মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের মাঝে সরকারের পুর্ব ঘোষিত বিনামুল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন