শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাটিরাঙ্গা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাংলাদেশ ছাত্রলীগ মাটিরাঙ্গা পৌর ও কলেজ শাখার উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালের দিকে সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মাটিরাঙ্গা সদরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান ছাএলীগের নেতাকর্মীদের নিয়ে ছাএলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
মাটিরাঙ্গা পৌর ছাএলীগের আহবায়ক মো: আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান। মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক মো: সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সাবেক মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের আহবায়ক মো:ওসমান গনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো:আলা উদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুয়েল চাকমা প্রমুখ।
প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান বক্তব্য হাজার বছবের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরন করে তিনি বলেন ছাত্রলীগ একটি উপমহাদেশের শ্রেষ্ঠ ছাএ সংগঠন । এই ছাএ সংগঠনটি মাটিরাঙ্গা উপজেলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, যারা মেধাবী সৎ চরিত্রের অধিকারী তাদেরকে দিয়ে আগামী ৩০ মার্চের মধ্যে উপজেলা ছাত্রলীগের কাউন্সিল করার কথা হবে। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর কমিটির গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের জন্য উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাএলীগের আহবায়ককে নির্দেশ প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নেতা সাবেক বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মো:সাইফুল ইসলাম শান্ত, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ তসলিম উদ্দিন রুবেল । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান দলীয় নেতাকর্মী ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে অসহায় গরিব শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা